আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমরে…তুই বাইচা থাক

আমি অন্যরকম

আহহহ কি একটা আরামের জীবন, ঘুম, খাওয়া দাওয়া আবার ঘুম। লাভ নাই রে পাগল, এত্ত আরাম সয় না কারও কপালে, কালকে থেকে শুরু হবে কামলা খাটা। (কামলা খাটা মানে সিনিয়রের জুনিয়র দিয়ে কাজ করানো) কামলারা জান প্রাণ দিয়ে কাজ করে, কারণ প্রজেক্ট শেষে আমলা মানে, সিনিয়রেরা তাদের বিশাল কোন একটা জায়গায় খাওয়াইতে নিয়ে যায় । এইবার পরীক্ষা এত্ত ভালো হইছে এত্ত ভালো হইছে , যে পরের টার্মে কাউকে না কাউকে রোমান্টিক একটা কিছু বলে ফেলতেই হবে। অবশ্য সেইটা নিয়ে আমাকে খুব একটা চিন্তিত দেখা যাচ্ছে না, আমি আরামেই খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি।

যদিও কালকে থেকে সব ঘুম…চিলেকোঠায় পালাবে। চিলেকোঠা বলতেই একটা কথা মনে পড়ে গেলো, আমার খুব ইচ্ছা ছিল আমার একটা চিলেকোঠা ঘর থাকবে, বড়াপুরও। সেই চিলেকোঠার একটা পাশ জুড়ে থাকবে শুধু জানালা, ঢালু জানালা, যাতে বৃষ্টি পড়লে আমরা দেখতে পারি, বৃষ্টি না থাকলেও আরামসে তারা দেখতে পারি। মানুষ কি যে হাস্যকর হাস্যকর চিন্তা ভাবনা করে… বড় হতে হতে এই চিন্তাভাবনাগুলাতে অবশ্য কালশিটে পড়ে যায়, সো নো চিন্তা। বহুত দিন আউট বইটই পড়া হয়না।

ভালো লাগে না। মনে হয় পরে কি লাভ? মানুষ জন আউল ফাউল লিখবে আর সেইটা কষ্ট করে আমাকে পড়তে হবে? কাভি নেহী। (উরে বাপরে এই কথা শুনলে বাকিরা আমাকে বেন্ধে মাইর দিবে, কিন্তু কিচ্ছু করার নাই: )। আবার গান টানও শুনতে ইচ্ছা করেনা, মনে হয়, মানুষ জন ইচ্ছামতন চিল্লাপাল্লা করবে, আর সেইটা আমাকে বসে বসে শুনতে হবে?? সেইটাও কাভি নেহী। আর মুভি?? থাক, কিছু বললাম না।

আহহ, মানুষের জীবনটা সব সময়ই এমন আনন্দময় হতো, বা এমন কোন চাকরী থাকত, ঘুমের চাকরী। তোমাকে খালি ঘুমাতে হবে, খালি ঘুমাতে হবে। আমি টুয়েন্টি ফোর আওয়ার সেই চাকরী করতাম, বেতন দরকার নাই, তিনবেলা ভালমন্দ খেতে দিলেই হবে সবকিছুর চেয়ে ঘুম কত ভালো। ঘুমাতে ঘুমাতে আমি বিছানার যেই পাশে ঘুমাই, সেটা অন্য পাশের চেয়ে হাফ ইঞ্চী ডেবে গেছে। আম্মু মাঝে মাঝে বলে তোশকটা উলটে দিতে, কি দরকার? এই আরামের ঘুম চলে যাবে, আমি বড় দুঃখে আছি, ঘুমরে, তুই হাজার বছর বাইচা থাক, সহি সালামতে বাইচা থাক।

(কপিরাইটঃ মনপুরা… সরি, পরী…সরি স্ক্রিপ্ট রাইটার)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.