আমাদের কথা খুঁজে নিন

   

পশুপাখির কালার সেন্স নিয়ে একটি পোস্ট। তারা কোন রং কীভাবে দেখে।।

যখন আমি হবো শুধুই স্মৃতি, আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা গুলো সবার সামনে আমাকে আরো স্মৃতিময় করে তুলবে।

‘আচ্ছা বাবা বলো তো গরুর প্রিয় রঙ কি?’ বাবা বলেন ‘হ-লু-দ, না-না সবুজ!’ ছেলে ‘হলো না, গরু তো কালার ব্লাইন্ড, সে রঙিন কিছুই দেখে না। ’ এ কথাগুলো বিজ্ঞাপনচিত্রের হলেও সত্যিই আজকের শিশুরা সব ক্ষেত্রেই অনেক এগিয়ে। পশুপাখিরা কি রঙ দেখতে পায়? এমন প্রশ্নে বড়রাও কখনো কখনো হকচকিয়ে যান। অনেকেই মনে করতেন লাল রঙ দেখলে ষাঁড় ক্ষেপে যায়, এটা সম্পূর্ণ ভুল ধারণা, কারণ ষাঁড় কোনো রঙই দেখতে পায় না।

পৃথিবীর চারদিকে এত রঙের ছাড়াছড়ি যে আমরা কল্পনাও করতে পারি না, অন্য প্রাণীরা রঙ দেখতে পায় না। তারা তো কথা বলতে পারে না, তবে কি করে বুঝবো যে তারা রঙ দেখতে পায় কি না? বিজ্ঞানীরা এ নিয়ে অনেক গবেষণা করেছেন। মৌমাছিদের নিয়ে বহু পরীক্ষা করা হয়েছে তারা রঙ দেখে বিভিন্ন ফুল চেনে কি না জানার জন্য। একটি লাল আর একটি নীল কার্ড নিয়ে। নীল কার্ডের সামনে একটু সিরাপ রেখে দিয়ে দেখা গেছে যে, কিছুক্ষণ পরে, সিরাপ না থাকা সত্ত্বেও মৌমাছিরা নীল কার্ডের কাছে আসছে।

সুতরাং মৌমাছিরা রঙ চিনতে পারে। দুটি আশ্চর্য জিনিস লক্ষ্য করা গেছে মৌমাছিদের রঙ চেনার ব্যাপারে। প্রথমত, তারা লাল রঙ দেখতে পায় না। লাল তাদের কাছে গাঢ় ধূসর অথবা কালো। দ্বিতীয়ত, ব্যাপারটা আরো অদ্ভুত।

মৌমাছিদের চোখে আলট্রা-ভায়োলেট রঙ হয়ে ধরা পড়ে, যা মানুষের চোখে অদৃশ্য। ছেলে পাখিদের গায়ে উজ্জ্বল বর্ণের পালক থাকে। মেয়ে পাখিরা কি সেসব রঙ দেখতে পায়? মুরগি নিয়ে পরীক্ষা করে দেখা গেছে, তারা রঙধনুর সবকটা রঙই দেখতে পায়। কিন্তু মানুষের সবচেয়ে কাছের বন্ধু কুকুর কোনো রঙ দেখতে পায় না। অনেক সময় আমরা মনে করি হয়তো তারা রঙ দেখে চিনলো; কিন্তু তাও নয়।

কুকুরের ঘ্রাণশক্তি এতই প্রবল যে, গন্ধ বা সাইজ অথবা গড়ন দেখেই তারা চিনে নিতে পারে। চার মাস বয়সের মানবশিশুরাও কালার ব্লাইন্ড থাকে। চার মাসের পর থেকে তারা রঙ চিনতে পারে। বিড়ালও রঙ চিনতে পারে না। কিন্তু বাঁদর আর হনুমানরা খুব ভালো রঙ চিনতে পারে।

তবে বেশিরভাগ স্তন্যপায়ীরাই ‘রঙ কানা’ অর্থাৎ ‘কালার ব্লাইন্ড’।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।