শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।
প্রত্নতাত্ত্বিক খনন কাজে মাটির বুক থেকে যে জিনিসগুলি সবচেয়ে বেশি উঠে আসে, তাদের মধ্যে রয়েছে তৈজসপত্রের টুকরা (potsherd), প্রাণীর হাড় (bone) এবং ঝিনুকের খোল (oyster shell)। মজার ব্যাপার হলো ব্যুৎপত্তিগত দিক দিয়ে শব্দ তিনটির পূর্বপুরুষ একই, গ্রিক ভাষায় যাকে বলা হয় অস্ট্রেকন (ostracon): তৈজসপত্রের ভাঙা টুকরা, খোল প্রভৃতি।
তৈজসপত্রের ভাঙা এসব টুকরা নেহাৎ অর্থহীন জিনিস ছিল না, বিশেষ করে প্রাচীন গ্রিসের নগর সভ্যতায়। এথেন্সের গণতন্ত্রে এদের ভূমিকা ছিল ব্যাপক; খ্যাতনামা নাগরিকদের ভাগ্য নির্ভর করত এদের উপর, কারণ কোনো ব্যক্তির ক্ষমতা প্রতিপত্তিতে রাষ্ট্রের ভারসাম্য বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিলে অস্ট্রেসিজম (ostracism) নামক একটি পদ্ধতির মাধ্যমে তাকে নির্বাসিত করা হতো।
অস্ট্রেসিজম অনুষ্ঠিত হতো নগরীর উন্মুক্ত স্থানে (Agora), যেখানে একজন এথেন্সবাসী তার চোখে সমাজের জন্য হুমকিস্বরূপ মানুষের নাম লিখত অস্ট্রেকনের গায়ে। তারপর গণনা করা হতো সবার ভোট। যদি কারো নাম ৬,০০০ কিংবা তার চেয়ে বেশি সংখ্যক অস্ট্রেকনে পাওয়া যেত, তাহলে তাকে সমাজচ্যূত করে দশ বছরের জন্য নির্বাসনে পাঠিয়ে দেয়া হতো।
এথেন্সের সোনালী যুগের বিখ্যাত প্রভাবশালী রাষ্ট্রনেতা, বাগ্মী, ও সেনাপতি পেরিক্লেজ (আনুমানিক ৪৯৫–৪২৯ খ্রিস্টপূর্ব), যিনি পেলোপনেসিয়ার প্রথম যুদ্ধে স্পার্টার বিরুদ্ধে এথেন্সের নেতৃত্ব দিয়েছিলেন, বেশ কয়েকবার অস্ট্রেসিজম পদ্ধতি প্রয়োগ করেন, তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ঘায়েল এবং নির্বাসিত করতে।
Ostracize v. দল, সমাজ বা সংগঠন থেকে কাউকে বহিষ্কার করা; সমাজচ্যূত করা, সকলে মিলে কাউকে এড়িয়ে চলা।
Osteo- হাড়ের ইংরেজি উপসর্গ: osteoporosis যে রোগে হাড়ের ভেতর ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র হয়ে হাড় দুর্বল হয়ে পড়ে।
অস্থি (Osthy?) হাড়ের সংস্কৃত শব্দ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।