আমাদের কথা খুঁজে নিন

   

কারিনার আই.কিউ হকিং এবং বিল গেটস- এর সমান !

মুক্ত মন, মুক্ত িচন্তা, মুক্ত মতামত

চমকে উঠবেন না। ঘটনাটি নির্ভেজাল সত্যি। কারিনার আই.কিউ সত্যিই বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং এবং মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা বিল গেটস এর সমান। অবিশ্বাস্য হলেও সত্য পরীক্ষা করে দেখা গেছে হকিংস এবং গেটস এর আই.কিউ ১৬০। অন্য দিকে কারিনার আই,কিউও ১৬০।

তবে এই করিনা কিন্তু বলিউডের সুপার স্টার কারিনা কাপুর নন। ইনি তার চেয়েও বিস্ময়কর বিট্রিশ শিশু কারিনা ওকলি। যার বয়স মাত্র দুই বছর। অত্যন্ত বিস্ময়কর কল্পনা শক্তির অধিকারী কারিনা ওকলির এই রুপ আই.কিউ স্কোরকে মনোবিজ্ঞানীরা ব্যাতিক্রম বলে উল্লেখ করেছেন। কারিনার স্মৃতিশক্তিও অসাধারণ।

একবার কিছু দেখলে বা শুনলে তা সে হুবহু মনে রাখতে পারে। বিট্রিশ সরকার সরকারীভাবে স্বীকৃতি দিয়েছে এই মেধাকে। কথার মারপ্যাচেঁ, বুদ্ধি দিয়ে বা অন্ক দিয়ে কারিনাকে কাবু করা ভীষণ কঠিন। কারিনার পিতা নিক একজন কম্পিউটার প্রোগ্রামার। তথ্যসূত্র : অর্ন্তজাল


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।