আমাদের কথা খুঁজে নিন

   

জনমুখী বা গণমুখী নয়, মনমুখী বাজেট চাই আর আমার আপনার খাতে বরাদ্দ টাকা নগদ প্রদান করা হোক...



আজ বাজেট। অর্থমন্ত্রী আবু মাল আব্দুল মুহিতের জন্য ঘন্টার পর ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকার দিন। লাখো কোটি টাকার বাজেট ঘোষণার দিন। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বছরের পর বছর যে সব অকারন স্বপ্ন দেখানো হয় আজ সেই দিন। কেউ কেউ একে গনমুখী অথবা জনগণের বাজটে বলে ঘোষণা করবেন, কেউ কেউ একে প্রত্যাখান করে বলবেন এই বাজটে স্বপ্নবিলাসী... যে স্ক্রীপ্ট অলরেডি বাজেটের মতই প্রস্তুত।

এটা প্রচারের জন্য রাস্তায় নেমে মিছিলের আয়োজনও হয়তো প্রস্তুত। হয়তো নেতা কর্মীদের জানিয়ে দেয়া হয়েছে সন্ধ্যায় বাজেটের সমর্থনে অথবা বিরুদ্ধে মিছিলের জন্য পার্টি অফিসের সামনে উপস্থিত থাকতে হবে। তবে যেখানে যাই হোক এই আমি আপনি এই আমজনতার কোনো লাভ নেই। আমাদের হয়তো দুয়েক টাকা কোথাও বাচবে। কিন্তু তার বিপরীতে বেড়ে যাবে অনেক ক্ষেত্রেই অনেক কিছুর দাম।

ক্ষমতার 'পালাবদল' ঘটলেও আমাদের ভাগ্যের 'তালাবদল' ঘটেনা। সেই যে এক তালা ঝুলিয়ে এই দেশে জন্মেছি..চাবিহীন... যাই হোক এবারের বাজেটের কাছে থেকে প্রত্যাশা করতে চাই, আমার আপনার খাতে যদি টাকা বরাদ্দ থাকে তবে না নগদ প্রদান করা হোক। না হলে সে টাকার অঙ্ক আমাদের অদেখাই থেকে যাবে। থেকে যাবে অজানা। আর বাজেট জনমুখী,গণমুখী না হয়ে একটু মনমুখী হোক।

মন থেকে সত্যি কিছু করার জন্য, এদেশের মানুষরে ভাগ্য বদলের জন্য হোক...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।