আমাকে সবাই ভালবাসা বলে ডাকে
শেষ করছি রোবটের রান্নার খবর দিয়ে
রান্না-বাড়া নিয়ে ঝামেলা আর নয়। রাধুনিদের মুক্তি দিতে, নিদেন পক্ষে মাঝেমাঝে বিশ্রাম দিতে জাপানের দুটি কোম্পানি বাজারে এনেছে শেফ রোবট আর ওয়েটার রোবটকে।টোকিওর ফুড মেশিনারি এক্সিবিশনে এভাবেই ড্রিংক সার্ভ করছে লাক্সমিড কোম্পানির ওয়েটার রোবট।
না, শুধু পরিবেশনই নয়, একেবারে রান্না-বান্না করতে পারে এমন রোবটও এসেছে মেলায়। টোকিও রিকি কোম্পানি এনেছে রান্নায় ওস্তাদ এই শেফ রোবটকে।সোয়া কোটি টাকা মূল্যের শেফ রোবটের ব্যাপারে এরই মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে ক্রেতাদের মধ্যে। তবে, এমন রসুই সামলানো রোবট এখনই বাজারে ছাড়ছে না কোম্পানিটি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।