আমাদের কথা খুঁজে নিন

   

জুমলাতে EOT তৈরির সাহায্য চাই।

এই ব্লগ একান্ত আমার ব্যাক্তিগত চিন্তা চেতনা ও মত প্রকাশের ক্ষেত্র। মতের অমিল থাকা অস্বাভাবিক নয়। আবার আমার লেখা বা মতেও ভুল-ত্রুটি থাকতে পারে। তাই যেকোন বিষয়ে সুস্থ আলোচনা-সমালোচনা কাম্য।

আমি আমার জুমলা সাইটের জন্য EOT তৈরি করেছি।

কিন্তু সমস্যা হল EOT কোথায় আপলোড করব আর কোথায় <style></style> tag কপি পেষ্ট করব বুঝতে পারছি না। স্টাইল ট্যাগ কি টেম্পলেট ফাইলের index.php তে কপি পেষ্ট করব? নাকি জুমলার রুটে যে index.php ফাইল আছে তাতে কপি পেষ্ট করব? রুটে যে index.php ফাইল আছে তাতে কপি পেষ্ট করলে কোন খানে করব? এতে তো কোন html বা head tag নাই। কিচ্ছু বুঝতেছি না। সাহায্য করেন প্লিজ। আমি জুমলা ১.০.১২ ভার্সন ব্যাবহার করছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।