হারাতে বা ভেসে যেতে নয়,মিশে যেতে চাই সকল ভালোর মাঝে। এইভাবে আন্দোলন হয়? হয় না কিন্তু... তুই যা...সবাই যায়ে ঠিক আছে কিন্তু... সবাই বলে চল কালের সাক্ষী হই,শাহাবাগ যাই কিন্তু... রাজাকারদের ফাঁসি আমিও চাই কিন্তু... এইভাবে আন্দোলন করলেই ফাঁসি হয়ে যাইব?কিন্তু... টাকা ছাড়া এত মানুষ সম্ভব না কিন্তু... কিন্তুর মায়রে বাপ... (নিজেকে সাম্লিয়ে)চুপ হয়ে চিন্তা করলাম,আমরা তরুণরাই কি আন্দোলনের ডাক দিয়েছি??? তখন আমার এক বন্ধুর মুখে শুনা একজন গুণীজনের(নামটা এই মুহূর্তে মনে নাই) বানী মনে পড়লো "আহাম্মকের সাথে বাহাজে জেতে নাই" ধিক্কার তাদের যারা রাজাকারদের ফাঁসির দাবীর সাথে কিন্তু যোগ করে কথা বলে।এখানে কিন্তু আসে কেন... ফাঁসি ফাঁসি ফাঁসি চাই,রাজাকারের ফাঁসি চাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।