আমাদের কথা খুঁজে নিন

   

ঘোলাপানির রাইতে

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

নাটকের নাম আইসক্রিম। যে রুমে শ্যুটিং হইতেছে সেইখানে এক কোনায় আতিক ভাই বইতে কইয়া একটা গ্লাস ধরাইয়া দিলো। নায়ক নায়িকা ড্রইং রুমে বইসা আছে। নায়িকার ডায়লগ, তুমি পালিয়ে গিয়েছিলে কেন? আমি একটু চুমুক দিলাম ঘোলাপানিতে। পরিচালক কয়, এই লোকটার প্রতি তোমার এখনও ভালোবাসা আছে, কিন্তু তুমি তার উপরে বেজায় ক্ষিপ্ত - সেইরকম একটা এক্সপ্রেশনে, সফট-কোমল মিলাইয়া ডায়লগ দেও।

আবার নায়িকা রূপী রিচি কয়, নায়কের দিকে তাকাইয়া - এইবার একটু আবেগিতভাবে, তুমি পালিয়ে গিয়েছিলে কেন? পরিচালক এইবার কয়, ধীরে ধীরে মল্লিকা! নায়িকার নাম মল্লিকা। সময় নিয়া বলো। তোমার চেহারার মধ্যে একটা প্রেমভাব ফুটাইয়া আনো। আবার কইলো, তারপরে আবার কইলো, ঘোলাপানি খাইতে খাইতে ভুইল্লা গেলাম কয়বার কইলো। তারপরে যখন শেষ হইলো, তখন দেখলাম ক্যামেরাটা পিছনে সরাইয়া আইন্না আবার সেই একই কাহিনী।

এইবার অবশ্য নায়করূপী শহীদুজ্জামান সেলিমের ডায়লগ আইলো। সে বললো, আমি তো এরকমই! নায়িকা বললো, হ্যা! ইররেসপনসিবল, ক্রিয়েটিভ মানুষ তো এমন একটু হবেই। পরিচালক কয়, একটু শ্লেষ মিশ্রিতভাবে বলতে। রিচি আবার কয়, সেলিম আবার কয়। আমার মাথা গেলো ঘুলাইয়া।

ঘোলাপানি খাইয়া মনে হইলো শ্যুটিং এর ধারেকাছে কোন সুস্থ্য মানুষের যাওয়া ঠিক না। আতিকভাইর অপেক্ষা না কইরা - চামে কাইট্টা পড়লাম।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.