আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!
শীতল যুদ্ধ আসছে ধেয়ে
রেডিওতে নব ঘুরিয়ে
কিশোরী বধূ অশ্রূ ঝরায়,
যুবক স্বামীর রাইফেল গায়
বিপ্লব আজ চলছে দেশে।
আমি দেখি একটি শেষবার
কাশফুলের চরম সাদা
বাতাস গুলো যায় ছুয়ে যায়
নীল আকাশের ডাহুক ডানায়
দূর হাটেতে খুলেছে আজ
নোঙ্গর খানার বন্ধ দুয়ার
রুপোর থালায় ছোট্ট খাদ
অন্ন নেই মনেতে বিষাদ।
পশ্চিমেতে লেগেছে আজ
কালো ধূয়ার মশাল বাজী
পথটা ডাকে বিরামহীন
সূর্য্য হয় মেঘের আড়াল।
সময় ঘুরে আপন মনে
দাদার দেয়া জীর্ণ কাটায়
দিয়েছিলো এক পূর্ণিমা রাত
সেই যে ঘুমায় চুপটি করে
আজও তার ঘুম ভাঙ্গে নাই।
চাদটা আজও পুরোনো লাইট
তারার তার মোমবাতী
আকাশ রাতে বেজায় কালো
শূন্য গোয়াল নিঃস্ব জাতী,
সাহস তবু অসীম ঘরের
অনুভূতি ছোয়ায় মাথা
এই দেশেরই শুকনো মাটি।
ডাকছে আমায় স্বাধীনতা
মনেতে কিছু ছবি আকা
চুপটি শুয়ে আপন মনে
দাদার সাথে পাশাপাশি
সাঙ্গ ছিলো গানের খাতা
দোতারা আজ আর কাদে না!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।