আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!
ইদানিং ব্যাপক ব্যাস্ততা নিয়া মাথার উপর ইনস্ট্যান্ট ময়াগী নুডলসের মতো টেনশন ঘুরপাক খাইতাছে। কফি খাইতে গিয়া দেখি লান্ঞ্চ কইরা আসতেছি আর লান্ঞ্চ করটে গিয়া টয়লেট কইরা আসতেছি।
ব্লগে আবার আরেক সমস্যা, পুলাপান পুচকি কালেই পাইকা ঢোল হইয়া গেছে। এগো পাকনামি দেখলে মনে হয় আমার চোখের সামনে বড় হইয়া এহন আমারেই স্নেহ করবার চায়।
বলি মাথায় কলপ দিলেও চুল আমারও দুই একটা পাকছে।
এই সব পাকনা পুলাপানের জন্য একখান কমিটি গঠন করন দরকার হইয়া গেছে। কমিটি নাম " পাকনা ঠেকাও" শর্টখাটে "পাডা"।
এইখানে পাডার লিস্ট থাকবে যারা অতি পাকনা। এইসব অতিপাকনাদেরকে নিয়ে একটা বোলগীয় শায়েস্তা কমিটি গঠন করা হইবে যেইখানে ইহাদের মাগনা গন মূলা খাওয়াইয়া গরম চুলার উপর বসাইয়া দেয়া হইবে।
পলাইতে না পারে সেজন্য চুলার পাশে খুটি গাড়িয়া দড়ি দিয়া বান্ধা হইবে!
এইবার মূলা খাও আর চুলার উপর উদ্বায়ী গ্যাস মারো, দেখবা কত ধানে কত চাল!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।