আধাঁরকে ঘৃণা করো না, হয়ত এর পিছনেই রয়েছে আলোকের বর্ণচ্ছটা। আমরা সবাই জানি, কাদের মোল্লার ফাসির দাবীতে শাহবাগে শুরু হয়েছে তারুণ্যের গণ-আন্দোলন। এ আন্দোলন এখন আর শুধু তরুণদের মাঝেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে সবার মাঝে, আজ বাংলার মানুষ একতাবদ্ধ হয়েছে যুদ্ধাপরাধীদের উপযুক্ত শাস্তির দাবীতে, যা একমাত্র মৃত্যুদন্ড ছাড়া আর কিছুই নয়। এ একতাবদ্ধ জনতাকে বিভক্ত করার উদ্দেশ্যে একদল ছাগু চালিয়ে যাচ্ছে বিভিন্ন তৎপরতা। রাজপথে না পেরে আজ তারা আশ্রয় নিয়েছে অনলাইনের এবং করছে বিভিন্ন অপপ্রচার।
নানা কারনে আমার ফেবু লিস্টেও এমন দুই-একটা ছাগু আছে, আর তাদের অপপ্রচারের বিরোধিতা করতে আমিও কখনও পিছপা হইনি, আমার ফেবু লিস্টের কিছু ছাগুর স্ট্যাটাস আর আমার কমেন্ট তাই আজ শেয়ার করলাম। আপনারাও এদের ধোলাই দিতে ছাড়বেন না।
ছাগু-স্ট্যাটাস-১ঃ শাহবাগে গান-বাজনার মচ্ছব বসেছে। চলছে অশ্লীল নাচ-গান, এ কোন ধরনের আন্দোলন?
কমেন্টঃ আমাদের মুক্তিযুদ্ধের সময়ও মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়াবার জন্য বিভিন্ন দেশাত্ববোধক গান প্রচার করা হত, সেগুলো কি অশ্লীল? আর আজ শাহবাগে তরুণরা কি সেগুলোই গাইছে না? হয়তোবা তারা তাদের মতই গাইছে কিন্তু তাতে কি অর্থের বা আমাদের অনুভুতির খুব বেশিই পার্থক্য হয়ে যাচ্ছে? আমাদের চেতনা কিন্তু আগের মতই আছে। আর শাহবাগের নাচ-গান কোনদিক থেকে অশ্লীল জানতে পারি কি? এর গানের কথা অশ্লীল না এর অংশগ্রহণকারীদের অঙ্গভঙ্গী অশ্লীল? নাকি এরা মুন্নী-শিলাদের মত কাপড় পড়ে এসেছে? বাড়িতে বসে এসব দেখতে বাঁধে না, পিসি ভর্তি করে পর্ণ রাখতে বাঁধে না, কিন্তু রাজনৈতিক মতে সাথে না মিললেই তাতে সব দোষের গন্ধ পাওয়া যায়, তাই না? আসলে কারো কারো বুদ্ধি থাকে হাটুতে, এসব বোঝা তাদের কাজ নয়।
ছাগু-স্ট্যাটাস-২ঃ শাহবাগে ৫ দিনে ১০০ মেয়ে রেপ। ভালোই জমেছে শাহবাগ।
১ম কমেন্টঃ ভাই, আপনি যা বললেন তার প্রমাণ কোথায়?
উত্তরঃ নেটে অসংখ্য ছবি পাওয়া যাচ্ছে, আর ছবি কখনো মিথ্যা বলে না।
২য় কমেন্টঃ আপনি মনে হয় ফটোশপ বা গিম্প নামের কোন সফটওয়্যার এর নাম শোনেন নি। শুনে থাকলে এ কথা বলতেন না।
আর ৫ দিনে ১০০ রেপ হলো আর কোন পত্রিকা, টিভি বা অন্যকোথাও এর খবর এলো না, একটা কেস হলো না, একটা বিশৃংঙ্খলার খবর পাওয়া গেল না আর ফেবু এর পেজের এডমিনরা এত দক্ষ যে সাংবাদিকদের আগেই তারা ছবি সহ খবর যোগার করে ফেললো!! সব সাংবাদিকদের কাজ থেকে ছাঁটাই করে দিয়ে সেখানে ফেবু পেজ এডমিনদের বসিয়ে দিলেই তো হয়।
ছাগু-স্ট্যাটাস-৩ঃ ১৯৭১ এ মতিউর রহমান নিজামী ছিল ছাত্র। তাই সে যুদ্ধাপরাধ করতেই পারে না।
কমেন্টঃ ধরি নিজামী ১৯৭১ সালে ছাত্র ছিল, মানে তার বয়স তখন ২০-২২ বছর। নিজামী ১৯৬০ সালে জামায়াত এর পূর্ব পাকিস্তান শাখায় যোগদান করেছিল, মানে ১০ বছর বয়সে।
আর কোন বড় যোগ্য ব্যক্তি ছিল না, যে নিজামীর মত এক নাবালককে নিতে হল?
ছাগু-স্ট্যাটাস-৪ঃ ফাসির অভিনয় করতে গিয়ে মৃত্যু ঘটল এক ব্যক্তির।
কমেন্টঃ এত কিছু হয়ে গেল কোন চ্যানেলে দেখাচ্ছে না? আমি তো যতদূর শুনেছি, সেখানে সারাদিনই টিভি ক্যামেরা থাকছে।
ছাগু-স্ট্যাটাস-৫ঃ ইসলামী ব্যাংক বর্জন!! মানে হালাল ছেড়ে হারামে যাওয়া। ভালোই!!
১ম কমেন্টঃ বাংলাদেশ ইসলামী ব্যাংক কতটুকু ইসলামী নীতিমালা মেনে চলে? ইসলামী ব্যাংকিং এর মূল নিয়মটা হচ্ছে সুদ হারাম, তার বদলে ব্যবসার লাভ/ক্ষতি। আজ পর্যন্ত কখনো শুনেছেন যে, ইসলামী ব্যাংক কারো ক্ষতির ভার নিয়েছে? ওরা বলছে ওরা আপনাকে ব্যবসার লাভ দেয়, কিন্তু ওদের কিসের ব্যবসা যাতে কখনো ক্ষতি হয় না?
উত্তরঃ তারপরও তো অন্য ব্যাংক থেকে ভালো।
আর তাদের ব্যবসা কি তা তারা প্রকাশ করতে বাধ্য নন।
২য় কমেন্টঃ তাহলে আপনার ইসলামী ব্যাংকও হালাল নয়। আপনি শরিয়ার অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না, তা তো হয় না।
ছাগু-স্ট্যাটাস-৬ঃ ওরা আন্দোলন করে করুক, তবে জুম্মার নামাজ বাদ দিয়ে অশ্লীল নাচানাচি!! অন্ততপক্ষে জুম্মার সময়টাকে তো পবিত্র থাকতে দে........
কমেন্টঃ আন্দোলনে কি শুধু মুসলিমরাই গেছে? যারা অন্যকোন ধর্মের তারাও কি নামাজে যাবে? আর আপনি কি দেখেছেন কেউ সেখান থেকে নামাজে যায়নি? আর মহাসমাবেশ তো শুরু হবে ৩ টার দিকে, তখন কোন নামাজের সময়?
ছাগু-স্ট্যাটাস-৭ঃ আল্লাহ নিজামী, সাঈদী-দের পরীক্ষা নিচ্ছেন। আল্লাহর সব বড় বড় বান্দাই এ পরীক্ষা দিয়ে থাকেন।
আল্লাহ তাদের এ পরীক্ষায় উত্তীর্ণ হবার শক্তি দিন।
কমেন্টঃ আল্লাহ যদি তাদের পরীক্ষা নিয়ে থাকেন তবে আমি বলব তারা তাতে চরমভাবে ব্যর্থ হয়েছেন। তাদের উচিত ছিল আল্লাহর উপর ভরসা করে থাকা। তা না করে তারা তাদের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে, হরতাল দিয়েছে, ভাংচুর করেছে। নবী-রাসূলরা কি তা করতেন?
ছাগু-স্ট্যাটাস-৮ঃ আদালতের রায়ের বিরূদ্ধে আন্দোলন মানে আদালত অবমাননা।
কমেন্টঃ আপনি কোন আইনে পড়েছেন রায়ের বিরূদ্ধে শান্তিপূর্ণ সমাবেশ মানে আদালত অবমাননা?
ছাগু-স্ট্যাটাস-৯ঃ জাফর ইকবাল স্যার খোলাখুলি প্রেম করতে বলেছেন। তিনি তরুণ প্রজন্মকে নষ্ট করছেন।
১ম কমেন্টঃ আগে তার কথা পুরোটা পড়ুন তার পর এসব কথা বলুন।
উত্তরঃ আমি পড়েই বলছি।
২য় কমেন্টঃ তাহলে আপনার বোঝা উচিত উনি কথাটা কি অর্থে বলেছেন, অবশ্য যদি সত্যিকার অর্থে বুঝতে চান।
এখানে কথাগুলো অনেকটা আমার ভাষায় লেখা, কারন স্ট্যাটাস আর তার কমেন্টগুলো ইংরেজীতে ছিল। ছাগুগুলো আমার কিছু কমেন্ট মুছে দিয়েছে আর কিছু কমেন্ট এর উত্তর দেয়নি, সেগুলো সেভাবেই দিলাম। যারা শাহবাগে আছেন তারা আন্দোলন চালিয়ে যান আর যারা যেতে পারছেন না, তারা অন্ততপক্ষে নেট এ বসে এসব অপপ্রচার ঠেকান। আজ তবে এ পর্যন্তই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।