আমাদের কথা খুঁজে নিন

   

আদুনিক কালের জুকস্... )

মাথা খালি :(

১। দুই বন্ধুর কথা হচ্ছে.... বন্ধু-১ : কিরে তুই নাকি বিয়ে করেছিস? তা তোর বৌ এর একসেসোরিজ কেমন? বন্ধু-২ : আর বলিস না, মায়ের পছন্দ!!! যেমন তার রেজুলেশনের অবস্থা.. তেমনই সাউন্ড কোয়ালিটি বন্ধু-১ : হায় হায়!!!! তাহলে তো তোর সিস্টেম ক্রাশ! বন্ধু-২ : অসুবিধা নাই... ব্যাকআপ আসে ২। দুই বন্ধুর রাস্তায় ঝগড়া..... বন্ধু-১ : তর মাথার হার্ডডিস্কে বাড়ি দিয়া ব্যাড সেক্টর ফালায় দিমু। বন্ধু-২ : আমি তর প্রসেসর এর ফ্যান খুইলা ram এ লাগায় দিমু। পথচারি-১ : ব্যপার কি!!!! ওদের কি হার্ডওয়ার কনফ্লিক্ট!! পথচারি-২ : আরে নাহ্ ।

এ বয়সে সামান্য এরর হবেই। রিস্টার্ট দিলেই ঠিক হয়ে যাবে। ৩। দুই বন্ধুর দেখা.... বন্ধু-১ : এত দিন পর কোথা থেকে লন্চ করলি? বন্ধু-২ : আর বলিস না, পাওনাদের ভয়ে কিছুদিন একটু অফ লাইনে ছিলাম। ৪।

উপদেশনামা: মুরুব্বি : দেখ বাবা, জীবনটাকে একটু ডিফ্রাগমেন্ট কর। নইলে ব্যাড সেক্টর পড়তে কতক্ষন? যুবক : আরে রাখেন চাচা!!! আপনি হলেন ডস্ মোডের প্রোগ্রাম। আপনি এক্সপির কি বুঝেন! মুরুব্বি : কিন্তু পাইরেটেড ভার্সনে আর কয় দিন???? যখন স্ক্যানডিস্ক দিবা তখন তুমিই বুঝবা >>> সংগৃহিত.... কারও কমন পরলে দু:খিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।