অতি জ্ঞানিরা আমার ব্লগ থেকে দূরে থাকেন।
(** যারা ভাববেন ব্যাক্তিগত আক্রোশের কারনে এই পোস্ট দিছি তারা দয়া করে মাইনাস দিবেন। আর এইটা ভাবার আগে আমার আগের পোস্টেলিংক একটু ডু মেরে আসেন। )
ইন্টারনেট থেকে টাকা আয় এই জাতীয় ব্যাপারে আমার আগ্রহ অনেক দিনের। তাই
গতকাল কুয়াশা ভাই এর জব অফার পেয়ে ভাবলাম যাক এইটা দিয়া শুরু করি।
ওনার সাথে মেসেঞ্জারে চ্যাট করে জানলাম ১০০০ টা ক্যাপচা এন্ট্রি করার জন্য ওনি ৫০ টাকা দিবেন। আর প্রতিদিন একজনকে মিনিমাম ২২০০টা ক্যাপচা এন্ট্রি করা লাগবে। তো আর কি ওনি আমাকে বললেন একটা টেস্ট দিতে। আমি ৩০ মত্ এন্ট্রি করার পর ওনাকে জানালাম আর ওনি আমাকে বললে কন্টিনিঊ করতে। এর মাঝে ওনাকে প্রশ্ন করলাম টাকাটা কিভাবে দিবেন ওনি বললেন
ফ্ল্যাক্সি(ওনি মোবাইল এর কথা বলেছিলেন) আথবা ব্যাংক এর মাধ্যমে অথাবা শাহাবাগ গিয়ে ওনার কাছ থেকে টাকা নিয়া আসতে।
কথা প্রসংগে ওনি আমার মুঠোফোনের নাম্বার,বাসার ঠিকানা এই সব জানলেন(আমি হাদারাম তাকে বিশ্বাস করছিলা)। এই ভাবে ঘন্টা দুই এক ডাটা এন্ট্রি ও তার সাথে চ্যাট করলাম। আর মাঝে মাঝে ওনি আমার স্কোর জানতে চান।
আমি মনে হয় তখন ২০০+ এর মত কিংবা বেশি এন্ট্রি করেছি,তখন ওনি বললেন ওনি আমাকে ভুল সাইটে এন্ট্রি করতে দিয়েছেন আমাকে আবার নতুন করে অন্য আর একটা সাইটে অন্য ইউজারে প্রথম থেকে শুরু করতে হবে। ওনার এই কথা শুনে আমারতো মেজাজ চরমে।
ওনেকে যতই বলি ভাই এইটা কি?
ওনি ততই এড়িয়ে যান সব শেষে আমাকে বলেলেন"বিশ্বাস না হলে কাজ না করেতে(ততক্ষনে ২ ঘন্টা+ কাজ করেছি)।
ওনার বাটপারি ধরতে গুগুল সার্চ মারলাম দেখি ওনার দেয়া পাসওয়ার্ড অন্য সাইটে ওপেন হয়।
আর আমিও বুঝলাম এতখন ওনি এতখন আমাকে দিয়া বেগার খাটাইলেন। এবং একে ওনি বাটপারি বলতে নারজ,যা ওনি করেছেন।
ওনি যা করেন তা হল "ওনি পোলাপানরে বেকুব বানায়ে কিছু কাজ করাইয়া বলে যাও নতুন কইরা শুরু কর।
এর পর কারও কি মনে চাবে যে যাই এই কাজটা করি। আর এইটাই কুয়াশা ভাই এর ফায়দা। "
(বিদ্রঃ কিছুই বলার নাই খালি শিখলাম। )
***লম্বা ইতিহাস পড়ার জন্য ধন্যবাদ। আর সাবধানে থাকবেন।
****
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।