আমাদের বর্তমান ক্যালিগুলার অশ্ব* কেবিনেটে মাননীয় মন্ত্রী মহোদয়গণ সম্ভবত আজগুবি কথায় কে কত অগ্রগামী বা ড. ধারী তা প্রমাণ করতে আপ্রাণ চেষ্টা করছেন!
নয়তো এমন হবে কেন? এক দুই তিন.. সবাই
এবং একবার নয় দুইবার নয় বারবার!!!!
আজ আবার মাননীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বললেন এক অভিনব কথা....
পাঁচ মাসে কোনো 'ক্রসফায়ার' এর ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী------
বিস্তারিত টুকু পড়ুন--
ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আওয়ামী লীগ সরকারের পাঁচ মাসে কোনো 'ক্রসফায়ার' এর ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ।
তিনি বলেন "এ সরকারের আমলে কোনো ক্রসফায়ার হচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জীবনের ঝুঁকি নিয়ে আত্মরক্ষার স্বার্থে নিয়মানুযায়ী যা করার তাই করছে। "
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সড়ক নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তানজিম বলেন, "বিভিন্ন দেশে পুলিশের গুলিতে শত শত মানুষ মারা যায়।
যুক্তরাষ্ট্রেও প্রতি বছর ৬শ' থেকে ৭শ' মানুষ মারা যায়। এসব ঘটনা আইন বা বিচার-বর্হিভূত নয়। "
বাংলাদেশে এ সরকারের সময়ে কোনো বিচার-বহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি দাবি করে প্রতিমন্ত্রী বলেন, "বর্তমান সরকার বিচার- বহির্ভূত কোনো কর্মকান্ড সমর্থন করেনি, করবেওনা। "
পুলিশি হেফাজতে কারও মৃত্যু হলে তা বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড- এ মন্তব্য করে তানজিম বলেন, "বিগত জোট সরকারের আমলে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড ও ক্রসফায়ারের ঘটনা ঘটেছিল। "
গত একমাসে শুধু রাজধানীতেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং পুলিশের কথিত 'ক্রসফায়ার' ও 'এনকাউন্টারে' দশ জন নিহত হয়েছে।
বিশেষ করে র্যাবের গুলিতে স¤প্রতি দুই ছাত্র নিহত হওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এইচএ/১৭৫৫ ঘ.
যাহা লাউ তাহাই কদু... এটা সবাই জানেন। শুধু জানেননা আমাদের ক্যালিগুলার অম্ব ক্যাবিনেটের মহাত্বনগণ!!!!!
ভারতের চলচ্চিত্রের সাথে এদেশের শিশুরাও পরিচিত এবং তারা ভাল করেই জানে সেখানে ক্রশফায়ারকেই এনকাউন্টার বলে। হরহামেশাই এসব নিয়ে সিনেমা হচ্ছে। তবে কি জানেননা শুধু আমাদের মহাত্বন গণ!!!!
নাকি এটাও আমদানী না করলেই নয়।
এবং তার জন্য এমন সব বক্তব্য..
আর তাই দেখে শুনে হাসেও না কাদেঁও না!!! স্তব্ধ বাঙালী অবাক বিস্ময়ে শুনে যায়.. দেখে যায়
*
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।