এ আর রাহমান , দি লিভিং লিজেন্ড অফ মিউজিক ফ্রম ইন্ডীয়া।
অস্কার বিজয়ী এ আর রাহমান বিখ্যাত সুরকার হতে পারেন,কিন্তু সর্বাগ্রে তিনি একজন ধর্মপ্রান মানুষ। তার জন্ম ১৯৬৬ এর ৬ জানুয়ারী। তার বাবা আর কে শেখর চেন্নাই এর বিখ্যাত সুরকার ছিলেন। ছোট বেলায় বাবা কে হারান,এক সময় ইসলাম ধর্মের প্রতি আকর্শিত হয়ে মুসলিম হন,তিনি "রুটস" নামক একটা ব্যান্ড এ ও মেম্বার ছিলেন।
তিনি "রোজা" ছবির মাধ্যমে বলিঊড এ পদার্পন করেন। প্রথম ছবি তেই বাজিমাত!! ন্যাশনাল এওয়ার্ড সহ ৩ তি এওয়ার্ড পান,এ ছাড়া এই সিনেমার সাউন্ডট্রাক "টাইমস" পত্রিকার মতে 10 Best Soundtracks এর একটি। তিনি "২০০৯" সালে "স্লামডগ মিলিওনেয়ার" মুভি তে মিউজিক এর জন্য জোড়া অস্কার পান।
মিউজিক এর পাশাপাশি তিনি গান অ করেন। তার গানের গলা সুফি ঘরানার।
সিনেমায় গাওয়া তার বিখ্যাত গান গুলো আমি লিঙ্ক সহ নিচে দিলাম,শুন্নুন,আর আগে শোনা থাকলে কমেন্ট দিন!!
চালে চালো (লাগান)
ইয়ার মিলা দে (সাথিয়া)
লুকাচুপি (রাং দে বাসান্তী)
তু বোলে (জানে তু ইয়া জানে না)
মেহেরবান (আদা)
খাজা মেরে খাজা (জোধা আকবার)
দিল সে রে (দিল সে)
রেহনা তু(দিল্লী সিক্স)
ও সায়া (স্লামডগ মিলিওনায়ার)
হেপী ব্লগিং।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।