আমরা সদ্য আমাদের নতুন সেনাপতি পেয়েছি। অনেক অভিনন্দন আর আশার, স্বপ্ন আর সমালোচনার মধ্যেও আমরা আশাবাদী। কি নিয়ে আশা? একটু ভাল থাকা! শান্তি, স্বস্তি, নিরাপত্তা!!!
যদিও নিন্দুকেরা সেনাবাহিনীকে স্বেতহস্তী বলে.. আমরা তাও এড়িয়ে যেতে চাই। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হিসেবেই আমরা যাদের ভাবি তাদের নিয়ে বিস্তর মান অভিমান চলে সুশীল আর ম্যাংগো পিপলের মধ্যে।
নুন আনতে পান্তা ফুরায় জনতা তবুও তাদের ট্যাক্সের টাকায় চায় এক শক্তিশালী সেনাবাহিনী যাদের উপর ভরসা করে সীমান্তের অভ্যন্তরে তারা নিরাপদে ঘুমাতে চায়।
দু-চার আনা (শ'কোটি) হিসাবে এদিক ওদিক জেনেও তাই গা করেনা এই আমজনতা।
কিন্তু কষ্ট পায়। অঢেল কষ্ট। রাজনীতিবিদদেরতো তাও ৫ বছর পরপর ছোট্র একটা বুথে ঢুকে সীল মেরে জ্বালা জুড়াতো পারে এদের ক্ষেত্রে সে সুযোগটাও না থাকায় কষ্টটা হয় অসহনীয় অথচ নিরুপায়।
আর বেশী বেড়ে যায় যখন তিনারা নাক ঢুকিয়ে দের রাজনীতিতে।
দেশ বিদেশ গিয়ে লাল ঘোড়া সাদা ঘোড়া পেয়ে তা জাতির উপর দাবড়ে বেড়ান!!!
আর তাদের অভ্যন্তরীন কথাতো প্রাচীন উপকথার চে'ও দুলর্ভ। অজানা। অতি গোপন।
তাও মাঝে মধ্যে ফস্কে যা আসে তাতে পিলে চমকে উঠে। পিলখানার ঘটনায় যেমন তারচে বেশী সেনাসদরে প্রধানমন্ত্রী আর সেনাপ্রধানের সাথে তাদের অভিযোগের বহাসে!!! যা নেটের কল্যানে অনেকেই জেনেছেন শুনেছেন....
তাই শংকিত হই।
১,২ ৩ ৪ কে ডিঙ্গিয়ে আমরা যাকে পেয়েছি তাতে কি আমরা দৃঢ় আশা রাখতে পারি? প্রফেশনাল দেশপ্রেমিক এক সেনাপতির!!!
আমাদের ইতিহাসযে বড় কষ্টের! করুন আর বেইমানীর!! ১৭৫৭ থেকে আজএ শংকা কাটেনা তাই.....
হ্রস ই থেকে ব, গাঙ্গেয় বদ্বীপের কিস্যা কি সেই একই রবে? নতুন বোতলে পুরানো মদ!!! নাকি বদলে যাবে রুপকথার মতো...
আলো ঝলমল সোনালী এক ভবিষ্যতের স্বপ্ন নিয়ে দ্বারে এসে দাড়াবে নতুন সাহসী এক দেশপ্রমিক যোদ্ধা আশা আর স্বপ্ন পূরনের সাহায্যের বারতা লয়ে....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।