monna091@yahoo.com
প্রম অন্ধ
............একা একা বৃষ্টি ও আমি...........
আজকের বৃষ্টিটা ছিল অন্যরকম,
গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটা মূখে এসে
তার আলতো ছোঁয়ায় যেন,
জানিয়ে দিয়ে যাচ্ছিলো তার ভালোবাসা।
বইছিলো তখন মায়াবী বাতাস,
মেঘ ডেকে যাচ্ছিলো তার
আভিজাত্যের গম্ভীর গর্জনে,
মেঘের আড়ালে বিদ্যুৎ চমকাচ্ছিলো
যেন কোনো এক শিল্পীর আঁকা কারুকার্যে।
চলছিলো রিক্সা তার আপন গতিতে
মনে হচ্ছিলো আজকের জন্য
রিক্সা যেন আজ রাস্তার রাজা সেজেছে।
মনে হচ্ছিলো আজকে
রাস্তায় যেন শুধু আমি একা।
বৃষ্টির মাত্রা কখনো বাড়েনি
আবার কখনো থামবার চেষ্টাও করেনি,
শুধু মনে হয় আমার জন্য।
বৃষ্টি...................
সত্যি তোমার ব্যবহারে আজ মুগ্ধ.......।
যদি সতি ভাল হয় হ্যাল....০১৯১১৬৭৮১৬১
তোমাদের অপেক্ষাই থাকবো......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।