আমাদের কথা খুঁজে নিন

   

শব্দ-রাজ্যে অভিযান (২১): Mesmerize !

শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।
১৭৬০-এর দশকে অস্ট্রিয় চিকিৎসক ডক্টর ফ্রানজ আন্তন মেসমার (Franz Anton Mesmer)-এর দৃঢ় প্রত্যয় জন্মাল যে মহাজাগতিক বস্তুসমূহ সমগ্র জীবজগতের উপর এক ধরণের বল প্রয়োগ করে থাকে যার ফলে তাদের স্নায়ুতন্ত্র প্রভাবান্বিত হয়। মেসমার সন্দেহ পোষণ করা শুরু করলেন এই বলটি হচ্ছে চৌম্বকত্ব (magnetism), এবং রোগীদের শরীরে চুম্বক ছুঁইয়ে চিকিৎসা শুরু করে দিলেন তিনি। এক সময় তার চুম্বকগুলো ছুঁড়ে ফেলে দেন মেসমার এবং চালু করেন এমন এক পদ্ধতি যাকে তিনি বলতেন পাশব চৌম্বকত্ব (animal magnetism)। অন্তরাল থেকে ভেসে আসত সঙ্গীতের কোমল মূর্চ্ছণা, আর মেসমার তার রোগীদেরকে হাতে হাত রেখে বৃত্তাকারের দাঁড় করিয়ে দিতেন। তারপর চক্রাকারে ঘুরতেন তিনি একজনের কাছ থেকে আরেক জনের কাছে, সম্মোহনের ভঙ্গীতে কয়েক মুহূর্ত গভীরভাবে তাকিয়ে থাকতেন তাদের চোখের ভেতর, এবং স্পর্শ করতেন তাদের হাত দিয়ে। কিছু কিছু মানুষ দাবী করতেন মেসমারের পদ্ধতি তাদের রোগ সারিয়ে ফেলেছে, কিন্তু সরকারী এক কমিটি ব্যাপারটি তদন্ত করে এবং মেসমারকে ঠগবাজ (charlatan) হিসেবে চিহ্নিত করে। সুইজারল্যাণ্ডে চলে যান মেসমার এবং ১৮১৫ সালে বিস্মৃতির আড়ালে মারা যান। কিন্তু মেসমারের সম্মোহনী, মন্ত্রমুগ্ধকারী পদ্ধতিটি বেঁচে থাকে মেসমেরাইজ (mesmerize, mesmerise) শব্দের ভেতরঃ "The narrator mesmerized the audience with his dramatic tale." সমার্থক: bewitch, enthrall, hypnotize, captivate, charm, magnetize, spellbind
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.