আমাদের কথা খুঁজে নিন

   

ইতালিয় ফ্যাসিবাদের জনক বেনিটো মুসোলিনীর কিছু স্মরণীয় উক্তি

শুধু তোমার জন্য প্রেমকে আমি পরিণত করেছি কবিতায়...! ভেড়ার মত শতবর্ষ বাঁচার চেয়ে সিংহের মত একদিন বাঁচাই উত্তম। আমি মনে করি, আমরা তখনই অধিক শক্তিশালী হব, যখন আমাদের এমন কোন বন্ধু থাকবে না যার কাছে আমাদের নৈতিকতার শিক্ষা নিতে হবে। সমাজতন্ত্র এক ধরণের প্রতারণা, কৌতুক, ভন্ডামী ও বিশ্বাসঘাতকতা। স্পাগাতি(spaghetti) ভোজী একটি জাতি কখনো রোমান সাম্রাজ্য পুনরুদ্ধার করতে পারবে না। আমরা স্বাধীনতার পচনশীল মৃত দেহকে জলন্ত অগ্নিতে ভস্মীভূত করেছি।

প্রত্যেক সাম্রাজ্যবাদীই একজন স্বীকৃত একনায়ক। চলো আমদের দাঁতে করাত, হাতে বোমা এবং অন্তরে লৌহ ধারণ করি। ফ্যাসিবাদের সংজ্ঞা হচ্ছে, এটি (ফ্যাসিবাদী )সংস্থা এবং রাষ্ট্রের মধ্যে বিবাহ। গণতন্ত্র শুধু তও্বেই সুন্দর, বাস্তবে প্রয়োগ করলে ভুল হয়। ফ্যাসিবাদ কোন তও্ব নয়, এটি একটি ধর্ম, ২০ শতক ইতিহাসে পরিচিত হবে ফ্যাসিবাদী শতক হিসেবে।

নারী জাতির জন্য মাতৃত্ব যেমন অপরিহার্য, পুরুষের জন্য তেমনি যুদ্ধ। আমি ঘোষণা করছি, ইতালিয়রা হচ্ছে চিরস্থায়ী যুদ্ধের একটি জাতি। ইতালির জনগণ তথাকথিত শান্তির মাঝে অতিষ্ঠ হয়ে উঠেছিল, তাই আমি তাদের যুদ্ধে যাবার প্রেরণা দিয়েছি। সন্ন্যাসী বা সাধুপুরুষদের ইতিহাস মূলত নিরীহ মানুষদের ইতিহাস। রাষ্ট্রই নাগরিকদের শিক্ষিত করে, সচেতনতা দেয় তাঁদের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্মন্ধে যা তাঁদের ঐক্যবদ্ধ রাখে।

সন্ন্যাসী বা সাধুপুরুষদের ইতিহাস মূলত নিরীহ মানুষদের ইতিহাস। রাষ্ট্রই নাগরিকদের শিক্ষিত করে, সচেতনতা দেয় তাঁদের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্মন্ধে যা তাঁদের ঐক্যবদ্ধ রাখে। ইতালিতে কোন বেসামরিক জনতা থাকে না, এখানে সবাই যোদ্ধা, কেবল্মাত্র যুদ্ধের মাধ্যমেই জীবনের প্রকৃত আনন্দকে খুঁজে পাওয়া যায়। অতিরিক্ত গণতন্ত্র যেকোন রাষ্ট্রের জন্য ক্ষতিকর। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ঈশ্বর কর্তৃক নির্ধারিত হয় গুটিকয়েক ক্ষণজন্মা ব্যাক্তির জন্য; সর্বসাধারণের সে যগ্যতা থাকে না।

তাই রাষ্ট্র পরিচালনায় সকল নাগরিকের অংশগ্রহণের প্রয়োজন নেই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।