আমাদের কথা খুঁজে নিন

   

মাস্টারমশাই আর ফিরে আসবেননা। সর্বস্ব দান করে উনি নিরুদ্দেশের পথে পা বাড়ালেন।

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

মাস্টারমশাই সারাজীবন সাদাসিদে জীবন যাপন করেছেন। অত্যান্ত জড়োসরো, জীর্ণ জীবন যাপন করেছেন ছোট্র একটি ঘরে। তাঁর বহু ছাত্র আজ গোটা দেশে প্রতিষ্টিত। মিতব্যায়ী এই শিক্ষক ১৯৬৫ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত সুদীর্ঘ ৩০ টি বছর পশ্চিমবঙ্গের বালুরঘাট খাদেমপুর হাইস্কুলে শিক্ষকতা করেন।

মাস্টারমশাই তার জীবনে আয় করা ৮১ লাখ রুপি দান করে গেছেন 'দরিদ্র মেধাবী ছাত্র সাহায্য তহবিল' নামের একটি ট্রাস্ট গঠন করে। তার এক প্রিয় ছাত্রের হাতে ৮১ লাখ রুপির চারটি চেক দিয়ে নিরুদ্দেশ হয়েছেন। যাওয়ার আগে বলে গেছেন বালুরঘাট ছাড়ার পর যেনো ট্রাস্টের সম্পাদক বিষয়টি তার ছাত্র ছাত্রীদের জানায়। এলাকা থেকে বিদায় নেওয়ার আগে উনি দলিলে উল্লেখ করে যান ৮১ লাখ উপর প্রাপ্ত প্রতিবছর ৬ লাখ ৬০ হাজার রুপি যেনো বৃত্তি দেওয়া হয়। উনি আরো বলে গেছেন যে উনি আর কোনদিন ফিরবেন না।

উদারমনের শ্রদ্ধেয় মানুষটি সারদানন্দ দাস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।