আমাদের কথা খুঁজে নিন

   

জামাত-শিবিরের প্রতিষ্ঠানগুলিকে চিনে নিন। এদেরকে বর্জন করা এখন আমাদের জাতীয় কর্তব্য।

শাহবাগের অভূতপূর্ব আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক সব হিসেব-নিকেশ পাল্টে দিয়েছে। '৭১ এর বেঈমান, খুনি, রাজাকারদের সংগঠন জামায়াতের প্রতি কতটা ঘৃণা আমরা বুকের ভিতর পুষে রেখেছিলাম তা প্রকাশিত হয়েছে প্রজন্ম স্কোয়ারে। আমাদের তরুণদের অনমনীয় আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে দেশের প্রতি দায়িত্বশীলতা থেকেই ক্ষুদ্র এই প্রচেষ্টা। জামায়াত কিভাবে বাংলাদেশের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে তার নমুনা নিচের লিষ্ট। যে দেশটাকে এরা অস্বীকার করেছিলো তার জন্মের সময়ে সেই বাংলাদেশের মানুষের আস্থা, বিশ্বাস ও আর্থিক সহায়তা নিয়েই দিনদিন তাদের আর্থিক উন্নয়ন ঘটাচ্ছে । আর সেই লাভের অর্থেরই অপব্যবহার করে দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করতে কসুর করছে না। তাই জামায়াতের প্রতিষ্ঠানগুলি বর্জন করা এখন আমাদের নৈতিক দায়িত্ব। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ইনস্যুরেন্স কোম্পানী ১) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২) ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড ৩) ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড ৪) ইসলামী ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড ৫) তাকাফুল ইসলামী লাইফ ইন্সুরেন্স হাউজিং এবং ল্যান্ড ডেভেলপার ১) কোরাল রীফ ২) মিশন ডেভলপারস ৩) এস.এ.এফ. ৪) এম.ডি.সি গ্রুপ ৫) কেয়ারী ৬) ইনটিমেট হাউজিং ৭) সোনারগাঁ হাউজিং ৮) লালমাটিয়া হাউজিং ৯) সিলভার ভিলেজ হাউজিং ১০) ওয়ান সিটি ১১) আবাসন সিট ১২) পিন্ক সিটি জ্যানোভ্যালি বাস সার্ভিস: ১) গ্রীণ লাইন ২) পাঞ্জেরী ৩) আবাবিল ৪) ইউনিক পরিবহন শিক্ষা প্রতিষ্ঠান: ১) ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, চট্টগ্রাম (আইআইইউসি) ২) এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ৩) সাউথ ইস্ট ইউনিভার্সিটি ৪) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউ আই ইউ) ৫) ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ টেকনিক্যাল কলেজ ৬) মানারাত স্কুল এবং মানারাত ইউনিভার্সিটি ৭) গ্রীন ইউনিভার্সিটি ৮) লাইসিয়াম কিন্ডারগার্টেন সংবাদপত্র ১) দৈনিক সংগ্রাম ২) দৈনিক নয়া দিগন্ত ৩) দৈনিক আমারদেশ ৪) কিশোরকন্ঠ টিভি চ্যানেল ১) দিগন্ত টিভি ২) ইসলামিক টিভি হাসপাতাল ১) ইসলামী ব্যাংক হাসপাতাল ২) ইউনাইটেড হাসপাতাল ৩) ইবনে সিনা হাসপাতাল ৪) আদ দ্বীন হাসপাতাল ৫) ফুয়াদ আল খতিব মেডিকেল ট্রাষ্ট ফার্মাসিউটিক্যালস ১) ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড ২) বায়োফার্মা ল্যাবোরেটরীজ লিমিটেড ৩) মেডিনোভা মেডিক্যাল সার্ভিস জাহাজ ব্যাবসা ১) কেয়ারী সিন্দাবাদ (কক্সবাজার-সেন্টমার্টিন রুটের প্রমোদ তরী) খাদ্য ব্যবসা ১) বিডি ফুডস ২) বনফুল ব্লগিং সাইট ১) সোনারবাংলাব্লগ প্রিন্টিং / প্রকাশনী প্রতিষ্ঠান: ১) পাঞ্জেরী পাবলিকেশন্স ২) সিদ্দিকীয়া পাবলিকেশন্স ৩) আধুনিক প্রকাশনী ৪) প্রীতি প্রকাশন ৫) কিশোর কণ্ঠ প্রকাশনী ৬) ফুলকুঁড়ি প্রকাশনী ৭) মিজান পাবলিকেশন্স ৮) ইষ্টিকুটুম ৯) আল্পনা প্রকাশনী ১০) গণিত ফাউন্ডেশন ১১) মদিনা পাবলিকেশন্স ১২) প্রফেসর'স ১৩) কারেন্ট নিউজ ১৪) সাজ প্রকাশন ১৫) সৌরভ ১৬) সাহিত্যকাল ১৭) নবাঙ্কুর ১৮) সাহিত্যশিল্প ১৯) শিল্প কোণ ২০) আযান ২১) অনুশীলন ২২) ফুলকলি ২৩) দিগন্ত ২৪) আল কোরআন প্রকাশনী ২৫) প্রফেসরস গাইড কোচিং বাণিজ্য / কোচিং সেন্টার ১) রেটিনা ২) কনসেপ্ট ৩) প্রবাহ ৪) ফোকাস ৫) কনক্রিট ৬) ইনডেক্স ৭) রেডিয়াম ৮) অপ্টিমাম ৯) শুভেচ্ছা ১০) সাকসেস সাংস্কৃতিক সংগঠন ১) সিএনসি ২) বাংলা সাহিত্য পরিষদ ৩) স্বদেশ সাংস্কৃতিক পরিষদ ৪) উত্সঙ্গ ৫) সৃজন চিন্তন ৬) মৃত্তিকা একাডেমী ৭) প্রতিভা ফাউন্ডেশন ৮) শহীদ মালেক ফাউন্ডেশন ৯) কিশোর কণ্ঠ ফাউন্ডেশন ১০) সাইমুম শিল্পীগোষ্ঠী ১১) বিপরিত উচ্চারণ ১২) পল্টন সাহিত্য পরিষদ ১৩) ফররুখ পরিষদ ১৪) চত্বর সাহিত্য পরিষদ ১৫) কিশোর কলম সাহিত্য পরিষদ ১৬) ফুলকুঁড়ি সাহিত্য পরিষদ ১৭) নতুন কলম সাহিত্য পরিষদ ১৮) আল হেরা সাহিত্য পরিষদ ১৯) মাস্তুল সাহিত্য সংসদ ২০) সম্মিলিত সাহিত্য-সাংস্কৃতিক সংসদ ২১) স্পন্দন সাহিত্য পরিষদ ২২) রেলগাছ সাহিত্য পরিষদ ২৩) কবি সংসদ বাংলাদেশ ২৪) কবি আবু জাফর ওবায়দুল্লাহ সাহিত্য সংসদ ২৫) কানামাছি সাহিত্য পরিষদ ২৬) অনুশীলন সাহিত্য পরিষদ ২৭) শীলন সাহিত্য একাডেমী ২৮) পারফর্মিং আর্ট সেন্টার ২৯) সংগ্রাম সাহিত্য পরিষদ ৩০) উচ্ছ্বাস সাহিত্য সংসদ ৩১) ইসলামী সাহিত্য পরিষদ ৩২) দাবানল একাডেমী ৩৩) মওদুদী রিসার্চ সংসদ ৩৪) বাংলাদেশ সাহিত্য কেন্দ্ অতিরিক্ত: এই লিষ্টটি পুর্নাঙ্গ নয়। সচেতন ব্লগারদের নিকট অনুরোধ আপনার জানা নতুন কোন জামায়াতী প্রতিষ্ঠানের নাম কমেন্টের ঘরে দিলে এই লিষ্ট আপডেট করা হবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.