আমাদের কথা খুঁজে নিন

   

কার কোন রঙ প্রিয়। আমরা রঙের খেলা খেলতে পারি। তবে কার কি উপকার হবে তা অবশ্য বলতে পারছি না। আমার মাথায় এখন লাল কাল রঙের ভূত চাপলো।

যখন আমি হবো শুধুই স্মৃতি, আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা গুলো সবার সামনে আমাকে আরো স্মৃতিময় করে তুলবে।

সব জায়গায় এই রঙ ব্যাবহার করতে ইচ্ছা করছে। ইতোমধ্যে এই রঙের থিমও পেয়ে গেলাম। সেই ছবিটা এখানে দিলাম। দেখেন অবস্থা।

এই যে ছবি: তারপর আবার যে নোকিয়া মোবাইল ফোন কিনতে চাচ্ছি সেটার রঙও এই লাল কাল! আজব ব্যপার মনে হচ্ছে না আমার কাছে। তবে মনে হচ্ছে যে এইখান থেকেই লাল কাল রঙ আমার মনের মধ্যে গেথে গেছে। সে যাই হোক না কেন, কোন রঙই খারাপ না। সবটাই সুন্দর। রঙ না থাকলে যে কি হত সেটাই ভাবতে অবাক লাগে।

লাল কাল রঙের কম্বিনেশনটা আমার কাছে এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর কম্বিনেশন বলে মনে হয়েছে। আপনাদের কার কাছে কোন রঙ বেশী প্রিয়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।