.................।
অনেকদিন আগেই ওয়ারফেজের রিমিক্স অ্যালবাম 'পথচলা' রিলিজ হয়েছে। যখন আমি সামুর সদস্য না তখনো দেখেছি এই অ্যালবাম নিয়ে অনেক ওয়ারফেজ ভক্তের সামুর পেজে প্রতিক্রিয়া অথবা অণূভূতি। আমি এই অ্যালবাম নিয়ে ব্যক্তিগত অণুভুতি এবং কিছু ফাউল টাইপ প্যাচাল তুলে ধরার চেস্টা করছি । আমার কাছে মনে হয়েছে এই অ্যালবাম বাহির করার উদ্দেশ্য ছিল দুইটিঃ
১।
একেবারে নতুন বা উঠতি প্রজন্মকে ওয়ারফেজের সাথে পরিচয় করিয়ে দেওয়া যে ওয়ারফেজের অনেক ভালো গান আছে। -একটা ফাউল উদ্দেশ্য।
২। কাম ব্যাক ভোকাল মিজানকে প্রতিষ্ঠিত করা যে, মিজান ওয়ারফেজের আদি থেকে অন্ত সব রকম গান ভালো গাইতে পারে।
আমি ব্যক্তিগত ভাবে ওয়ারফেজের হা'ড কোর ফ্যান।
তাই অনেক ওয়ারফেজ ভক্তের মত সঞ্জয় নামে পাগল। তবে এই অ্যালবামের গান শুনার সময় যতটা সম্ভব মিজানকে সঞ্জয়ের সাথে কম্পারিজন করি নাই, কারণ আমার মত ভক্তদের কাছে সঞ্জয় এক এবং অ্যানপ্যারালাল। তারপরেও মনের অজান্তেই চলে আছে তুলনা।
এই অ্যালবামের প্রতিটা গান কেমন হল এবং তার সাথে কিছু ফিলিংস গানগুলোকে জড়িয়ে এখানে ব'ণণা করার প্রয়াস চালালামঃ
১। বসে আছিঃ কোন সন্দেহ নেই সঞ্জুর গাওয়া বাংলা ব্যান্ডের একটি মাইলস্টোন গান এটি।
যখন বৃস্টি শেষে আকাশে প্রথম রোদ উঠে তখন আমার মত অনেক ওয়ারফেজ ফ্যান গুনগুন করে নিশ্চয়ই এই গানটি গেয়ে উঠে। যাইহোক ইউটিউবে( Click This Link )
বালামের গাওয়া ওপেন কনসা'টে এই গানটি শুনে আমার যদি মনে না হত বালাম গানটিকে রেপ করেছে তাহলে হয়তোবা
পথচলার এই গানটি শুনে মনে হতো খুব ফাউল ফিলিংস হতো। পথচলাতে এই গানটি শুনে আমার অনেকটা মন্দের
ভালো টাইপ ফিলিংস হয়েছে – অন্ততঃ বালামের মত এই গানটা গায় নাই। পথচলা গ্রেড- C
2.তোমাকেঃএই গানের লিরিকস সামুর কোন এক ব্লগার ভাইজান অনেক আগেই সামুতে দিয়া দিছেন। লিংকটা খুইজা পাইনাই বইলা দিতে পারি নাই।
এই গানের মেইন হল অসাধারণ লিরিকস। আমি কেবল দুইটা লাইনেই লিখছিঃ
"তোমাকে মনে পড়বে যখনি জোৎ স্না হাসে
তোমাকে মনে পড়বে যখনি আকাশ ভেঙে ব'ষা কাদে"
তবে মিজানের গলাটা যে রোমান্টিক টাইপ গাওয়ার জন্য তেমন সুবিধার না এই গানটা তার একটা উদাহরণ মনে হয়।
পথচলা গ্রেড- B
3. অমানুষঃ আমার কাছে পুরা অসাধারণ লাগছে। কম্পোজিশন, লিরিকস, ভোকাল সব কিছুই এক্সিলেন্ট মনে হয়েছে এই গানে।
পথচলা গ্রেড- A.
4.অবাক ভালোবাসাঃ ওয়ারফেজ ভক্তদের আরেকটি ভালোলাগার গান।
এই গান শুনলেই আমার কিছু ইমোশনাল ইভেন্ট মনে পড়ে যেমন:
আমার সবথেকে ঘনিষ্ঠ বন্ধু ভা'সিটি লাইফে যখন কোন মেয়ের থেকে রিফিউজ হত(বলে রাখা ভাল আমার ঐ বন্ধু তার জীবনে অসংখ্যা প্রেম করেছে) অথবা কোন মেয়েঘটিত ঝামেলা হত আমার রুমে এসে বলতঃ "সব আলো নিভিয়ে দিয়ে দরজা জানালা বন্ধ করে অবাক ভালোবাসা ফুল ভলিউমে চালাও। " অনেকদিন(৫ বছর) হল আমার ঐ বন্ধুর সাথে কোন যোগাযোগ নেই।
যাই হোক অরিজিনালি বাবনার গাওয়া গানের সাথে পথচলা অ্যালবামের 'অবাক ভালবাসা' অনেক পা'থক্য।
পথচলা অ্যালবামের অবাক ভালবাসা শুনে সম্পূ'ণ হতাশ হয়েছি। পথচলা গ্রেড- D.
5. হতাশাঃ হয়তো অনেক ওয়ারফেজ ভক্তের কাছে গানটি এতো ভালে লাগে নাই।
বাট আমার কাছে আলো অ্যালবামে গাওয়া
এই গানটি অসাধারণ লাগে,স্পেশালি ফাটাফাটি লিরিকস এবং চমৎকার কম্পোজিশন। আমার এক কলিগ এই গান সম্প'কে তার ফিলিংস বলেছে এইভাবে- "কনসা'টে প্রথম শুনি 'হতাশা', শুইন্যা মনে হইল এইটা কি গাইল, পুরা মাথা আউলা কইরা দিল"।
খুব হতাশ লাগলে এখন ও ফ্রেন্ড সা'কেলের সাথে অথবা একা ফুল ভলিউমে 'হতাশা' শুনি। গানটি অরিজিনালী কারেন্ট ভোকাল মিজানেরই গাওয়া ছিল এবং পথচলা অ্যালবামে গানটি আরো ভালো
লেগেছে। পথচলা গ্রেড- A.
6. নেই প্রয়োজনঃ এই গানটি সঞ্জুর লাস্ট অ্যালবাম অসামাজিকের।
অসামাজিক অ্যালবামটি রিলিজের পর যখন পাড়ার দোকানে কিনতে গেলাম তখন দোকানে বাজছিল 'নেই প্রয়োজন' গানটি। সেই প্রথম শুনা থেকে গানটির প্রতি যেই আক'ষন শুরু হল ও আজ অবধি সেই ভালোলাগার অণুভুতিতে একটু মনে হয় ঘাটতি হয় নাই। মিজান সাভাবিক যে সঞ্জয়ের মত গাইতে পারবে না, স্পেশালি সঞ্জুর ভোকাল যে কতটা ব্যতিক্রম অরিজিনাল গানটি একটা বেস্ট উদাহরণ। তবে মিজান পথচলাতে তার সাধ্যমত চেস্টা করেছে ভালো গেয়েছে, মিউজিক আমার কাছে মোটামুটি খারাপ লাগে নাই। পথচলা গ্রেড- B
7. সাধিকারঃ ওয়ারফেজের ফা'স্ট অ্যালবামের একটি বিধবংসী গান।
ওয়ারফেজের বেস্ট কিছু কম্পোজিশনের মধ্য কোন সন্দেহ নেই এটি একটি। 'নেই প্রয়োজন' এর মত মিজান তার বেস্ট ট্রাই করেছে সবটুকু ঢেলে দিতে কিন্তু মিউজিক কম্পোজিশন কেমন যানি ক্ষেত ক্ষেত মনে হয়েছে আমার থেকে। পথচলা গ্রেড- C
8.যতদুরেঃ অরিজিনাল গানটা বালামের গাওয়া আলো অ্যালবামে। আমি ব্যক্তিগত ভাবে বালামকে খুব একটা পছন্দ না করলে বলতে হচ্ছে মিজান পথচলাতে এই গানটা তেমন ভালো গাইতে পারে নাই, ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় মিজান সফট মেটালে তেমন সাবলীল না। তবে কম্পোজিশন পথচলাতে আগের অ্যালবামের মতোই ছিল।
পথচলা গ্রেড- B
৯। ধূসর মানচিত্রঃ বলার অপেক্ষা রাখে না ব্লগে আমার নিক নেম এই গান থেকেই নেওয়া। 'সাধিকার' এর মত একটি বিধবংসী গান। পথচলাতে মিউজিক অরিজিনাল গান থেকে একটু ডিফারেন্ট করার চেস্টা করেছে- আমার কাছে তেমন ভালো লাগে নাই মিউজিক কম্পোজিশন পথচলার। মিজান এখানে সঞ্জুকে ফুল কপি না করার ট্রাই না করলেই পারতো কারণ এই গানে সঞ্জুর কিছু অসাধারণ গলার কাজ আছে বলে আমার মনে হয় যা অন্য কোন ভোকালের পক্ষে ডেলিভারি দেওয়া অসাধ্য।
পথচলা গ্রেড- C
১০। আশাঃ অনেক আগে সামুর কোন এক ব্লগের কমেন্টসে পড়েছিলাম যে, অনেক রাত কেটে গেছে কোন এক ব্লগারের এই গান শুনে। আমি যখন বুয়েটের হলে উঠলাম তখন আমার দুই ব্যাচ সিনিয়র এক ভাই টানা দুইটা গান শুনতো-তার মধ্য একটি ছিল এই আশা। ইনফ্যাক্ট আমারি এই গানটি শুনে জীবনের কোন এক প'যায় অনেক রাত কেটে গিয়েছে। ওয়ারফেজের ফা'স্ট অ্যালবামে সঞ্জুর গাওয়া এই গানটি সত্যিই একটি অসাধারণ রোমান্টিক গান।
পথচলা অ্যালবামের গানটিতে মিজান তার নরমাল ভয়েছ থেকে অন্য টোনে গাওয়ার চেস্টা করেছে, গানের কিছু জায়গায় আমার মনে হয়েছে সঞ্জয়ের ভয়েসের কিছু কাজ মিউজিক দিয়ে পূরণ করার চেস্টা করেছে পথচলাতে। পথচলা গ্রেড- B
১১। সময়ঃ এই গানটি আসলে আমার তেমন ভালো লাগার গান না। আমার কাছে মনে হয় সময়ের বদলে বেওয়ারিশ সিলেক্ট করতে পারতো পথচলাতে। তবে পথচলার এই গানটি অরিজিনাল আলো অ্যালবাম থেকে মোটামুটি ভালোই লেগেছে।
পথচলা গ্রেড- B
১২। অসামাজিকঃসামুতে প্রথম আমি নিক খুজেছিলাম অসামাজিক দিয়ে, না পেয়ে ধুসর মানচিত্র সিলেক্ট করি। যখনই সমাজের
উপর মেজাজ খারাপ হয় তখনি এই গান শোনা পড়ে। পথচলাতে মিজানের ভোকাল এবং মিউজিকের সাথে কোন রকমেই খাপ খায় নাই বলে মনে হয়েছে। কেমন জানি পথচলার অসামজিক থেকে একটা বাজে গন্ধ পেয়েছি।
পথচলা গ্রেড- C
১৩। পথচলাঃ হল লাইফে দুপুরের দিকে মাঝে মাঝে গুনগুন করে এই গানটা গাইতাম মনের অজান্তেই। একদিন আমার জুনিয়র
রুমমেট বলেছিল-"সবাই গুনগুন করে রোমান্টিক গান গায় আর আপনি দেখি... "। পথচলাতে এই গানটা কেমন জানি আমার কাছে মিউজিক থেকে শুরু করে কেমন জানি খাপছাড়া খাপছাড়া মনে হয়ছে। পথচলা গ্রেড- C
পরিশেষে বলতে হচ্ছে যে, ওয়ারফেজ থেকে হয়তো আর কোনদিন একটি ছেলে,কৈশর, মনে পড়ে, মুক্তি চাই এর মতো গান পাবো না।
সঞ্জয় হয়ত তার অগণিত ভক্তকুলের ভালবাসা উপেক্ষা করে নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকবে। হয়তোবা বাবনা আর কোন অদ্ভুত সুন্দর কম্পোজিশন(যেমনঃকৈশর) উপহার দিবে না, হয়তো বা টিপু তার সোনালী সময় পিছে ফেলে চলে এসেছে। তারপরে ও ওয়ারফেজ আমার ফেভারিট ব্যান্ড হয়েই থাকবে। গভীর রাতে বৃস্টির নামলে বার বার শোনা হবে- বৃস্টি নেমেছে, সন্ধ্যা বেলায় রোমান্টিক মুড নিয়ে শোনা হবে ধুপছায়া, সরকার পরিব'তনের পর আগের নোংরামির রিটা'ন দেখে মনের অজান্তেই গেয়ে উঠব জীবনধারা। ওয়ারফেজ যেন জীবনের কোন এক অমাবশ্যায় মোমবাতি নিয়ে এগিয়ে আসা প্রিয় বন্ধু, ওয়ারফেজের পুরনো গান যেন হারিয়ে যাওয়া প্রেমিকার অনিন্দ্য সুন্দর চোখ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।