আমার সম্পর্কে আমার কিছুই বলার নেই।
আসলাম দেরিতে। আজকে শুধুই হাই এভেইলেবিলিটি পড়ানো হবে। বড় বানিজ্যে ইঠি যোগাযোগ যন্ত্রে যখন ব্যার্থতা লক্ষিত হবে, তখন কি উপায়ে ব্যাবহারকারীদের নিরিবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করা যায়, উহাই আজকের শিক্ষনের মূল প্রতিপাদ্য।
একের অধিক ক্লাস্টার রাখিয়া উহাস্থিত ডাটাস্তুপ ও লগপত্র গুলিকে নিয়মিত বিভিন্ন যন্ত্র-সেবক ও চাক্তিতে সরিয়ে রাখলে উহা উচ্চ-প্রাপ্তি নিশ্চিত করে।
সিসিআর, এসসিআর, এলসিআর ইত্যাকার বিষয় পড়ানো হইতে লাগিলো। উৎসাহী আমি জুলজুল চোখ নিয়া প্রক্ষেপন যন্ত্র ও শিক্ষিকার দিকে তাকাইয়া থাকিতেছি।
স্টেজে মেরে দেবো ভাব। সময় আসলে দেখা যাবে.. ইত্যাদি ইত্যাদি...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।