"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
স্বপ্ন-বাসর
আকাশের শুকতারা নয় বেশী দূর,
তুমি আজ আমায় ছেড়ে আছো যতদূর।
কাঁদে যদি আকাশ তবে বৃষ্টি ঝরায়,
আমার কান্না সেতো নদী হয়ে যায়।
দুঃখের সাথে আমি করেছি যে ভাব,
এই বেশ ভুলে থাকা তোমার অভাব।
রাতের কপালে এঁকে আঁধারের টিপ,
ভালবেসে জ্বেলে রাখি মঙ্গলদীপ।
ভুলে যদি মনে পড়ে কখনো আমায়,
তারা হয়ে আছি দেখো আকাশের গায়।
ডাকো যদি নাম ধরে আসবো ফিরে,
সাজাবো স্বপ্ন-বাসর তোমায় ঘিরে।
(গান লেখার অপপ্রয়াশ)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।