আমাদের কথা খুঁজে নিন

   

ধূমপায়ীর পাশে থাকাটাও বিপজ্জনক



ধূমপায়ীর পাশে থাকাটাও বিপজ্জনকঃ যদি কোনো ব্যাক্তি দৈনিক ২০ টি সিগারেট পান করে তবে তার শরীরে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় ২০ গুণ। পাশাপাশি প্যাসিভ স্মোকার ধূমপান করে না অথচ সর্বক্ষণ পাশে থাকে তার ক্ষতির সম্ভাবনা সর্বোচ্চ সাড়ে বারো গুণ।কথাগুলো বলছিলেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির চেয়ারম্যান প্রফেসর মোল্লা ওবায়দুল্লাহ্‌ বাকি। ডইই ট্রাস্ট আয়োজিত 'তামাকজাত দ্রব্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণী: জণগনের প্রত্যাশা' শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ২৬ মে জাতীয় প্রেসক্লাবে। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট চিকিৎসক ও মাদকবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ডা. অরূপ রতন চৌধুরী । অনুষ্ঠানে বক্তারা তামাকের ক্ষতিকর দিক ও তামাকপণ্যের গায়ে সতর্কতামূলক চিত্র সংযোজনের ব্যাপারে মতামত ব্যক্ত করেন।এছাড়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব ও তাদের মতামত গ্রহণ করা হয়। আলোচনায় অংশ নেন পরিবেশ আন্দোলনের সভাপতি আবু নাসের খান, ডা. মোস-ফা জামান, প্রফেসর মোল্লা ওবায়দুল্লাহ্‌ বাকী ও ডা. অরূপ রতন চৌধুরী । অনুষ্ঠানের সঞ্চালক ও সভাপতির দায়িত্ব পালন করেন ডা. অরূপ রতন চৌধুরী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.