সব লেখার স্বত্ব লেখকের সংরক্ষিত
ঘুরাঘুরি করা আমার স্বভাব।এই স্বভাবের দোষে গেছিলাম বার্মা(মায়ানমার) ঘুরতে। যাইয়া দেখি তাজ্জব ব্যপার ব্যডারা শার্ট পরে লুংগির ভিতর ইন কইরা। রাস্তা ঘাটে , অফিস আদালতে সব জায়গায় একই চিত্র। যারা প্যন্ট পইরা বাইর হয় ঐ দেশে হ্যরা বিরাট ক্ষ্যাত। আবার দেশে আইসা আমি বার্মার কালচারে একটু ভাব নিয়ে শার্টকে লুংগির ভিতর ইন কইরা চলাচল শরু কইরা দিলাম। ব্যস, এই দেশেও আমি ক্ষ্যত হইয়া গেলাম।
দুনিয়ার ক্ষ্যাত এক হও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।