আমাদের কথা খুঁজে নিন

   

লাট সাহেবের কুত্তার ঠ্যাং এর খরচ ও আয়লা আক্রান্ত মানুষ



সৈয়দ মুজতবা আলীর পন্ডিতমশাইয়ের কথা মনে আছে? তিনি ক্লাশে ছাত্রদের কাছে প্রশ্ন করেছিলেন লাটসাহেবের কুত্তার ৩ ঠ্যাং এর পেছনে মাসে খরচ ৭৫ টাকা, আর পন্ডিতমশাইয়ের বেতন ২৫ টাকা। তাইলে তার আয় লাটসাহেবের কুত্তার কয় ঠ্যাং এর সমান? বিডিআর বিদ্রোহে নিহত সেনা পরিবারের সদস্যরা সব মিলিয়েসহায়তা পেয়েছেন ২০-৪০ লাখ টাকা। এর সাথে মাসিক, ফ্ল্যাট... । আর পত্রিকায় এখনো বিজ্ঞাপন আসছে তাদের আত্মার শান্তি কামনায়। সব মিলিয়ে ওই ঘটনার খরচটা একবার ভাবেন। আর আয়লায় দুর্গত পরিবার গুলোকে দেয়া হবে ৫ হাজার টাকা। তাইলে এদেশের কয়টা মানুষ সমান একজন সেনা কর্মকর্তা ? বলতে পারবেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।