আমার এই জীবন কাঁথায় গেথে চলেছি অনবরত নানান রঙের স্বপ্ন
আমি শুনি সেই হিংস্র ডাক
যার তাপে জ্বলে উঠে হৃদয়
ঐ নিষ্ঠুর চিন্তাগুলো জাগিয়ে তুলে,
ক্ষুর্ধাত্ব হিংস্র কুকুর
নিষ্ঠুর তার চাহনী
নির্মম তার ডাক
রুক্ষ তার বেশ
রক্ত জমাট বেঁধেছে তার চোখে
চাপা অসহ্য ব্যাথা তার বুকে
গরম বাতাস বহে তার প্রতিটি শ্বাসে
আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে
দেখি কিছুক্ষণ...
এ কেমন রূপ ?
পুরো বিপরীত এক প্রতিচ্ছবি
যা ভাবিনি কখনো;
হারানোর একটু ভয় এখন
প্রতিশোধের বাসা বেঁধেছে তাতে
নিঃচুপ কিছুক্ষণ
উত্তরের সন্ধানে বিবেক দাড়িয়ে পাশে
শীতল দু'চোখ
মুহূত্বের মধ্যে
তৈরী করেছে সান্তনার হাসি
তবে থামেনি
তবু ঘুম পাড়িয়ে দিলো পশুত্বটাকে
জানি জেগে উঠবে আবার শয়তানের ডাকে
ক্লান্ত,প্রতিশোধের ভারে
আমি চলছি তো চলছি
আমি নির্বীক ।
(২৫-০৮-০৮)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।