আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই। প্রতিটি রক্তকণিকা আজ পারমাণবিক বোমার মত, রক্তের ভেতর বিস্ফোরণে বাড়িয়ে তুলছে বিদ্রোহ। প্রতিটি কোষে পৌঁছে দিচ্ছে প্রতিবাদের খবর, প্রতিটি কোষে পৌঁছে দিচ্ছে বিদ্রোহ, বিপ্লবের খবর। আজ আকাশে চোখ রাখি নীল আকাশ দেখার জন্য নয়, আকাশে চোখ রাখি সূর্যের উত্তাপ চোখে ধারণ করার জন্য। আজ হৃদয় খুলে দিয়েছি, ভালোবাসা ধারনের জন্য নয়, হৃদয় খুলে দিয়েছি আজ তীব্র ঘৃণা প্রকাশ করার জন্য। আজ হৃদয় থেকে হৃদয়ে এই সব প্রতিবাদ পৌঁছে গেছে, আজ ষোল কোটি হৃদয় এক হয়ে বাংলাদেশ হয়ে গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।