সময়ের স্রোতে ভাসমান খড়কুটোর মত ভাসতে ভাসতে একদিন হারিয়ে যাব মহাকালে
গতকল্য আমার ব্লগীয় হাল (স্ট্যাটাস) এর প্রতি ইঙ্গিতপূর্বক ক্ষুদ্ধ মনোভাব প্রকাশপূর্বক কিয়ৎকাল বোতাম নাড়াচাড়া করিয়াছিলাম।
অদ্য জনৈক নবীন ব্লগারের ব্লগীয় প্রশ্নোত্তর পর্বে জানিতে পারিলাম যে অনলাইনে অবস্থানকারী ব্লগারগণের প্রতিচ্ছবিসমূহ ব্লগীয় প্রবীণতার ক্রমে প্রদর্শিত হয়।
শুনিয়া, দেখিয়া উপলদ্ধ হইলাম, আবাল হইলেও আমি প্রবীণ ব্লগার। কারণ আমার অনলাইনে থাকাকালে আমার নবীনকালের একখানা ফটুক ৩/৪/৫ নং সারিতে অবস্থান করে
অতএব বৎসে! আমি নিরীক্ষাধীন হইলেও প্রবীণ !!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।