আমাদের কথা খুঁজে নিন

   

৭০০ বছর আগের দীর্ঘশ্বাস;

বেঁচে থেকেও আমি মৃত; কিছু না লিখতে জেনেও কবি............

আজো আমি বক্ষে ধারন করি ৭০০ বছর আগের এক দীর্ঘশ্বাস; আমার আপাদমস্তক তাড়িয়ে বেড়ানো সে শ্বাস আজ শুনতে না চাইলেও আমায় তাড়িয়ে বেড়ায়। মাথা থেকে চোখ, নাক, মুখ ঘেষে যে শ্বাস এসে লাগে এইখানে......যেখানে আমার সমস্ত বাসনার বড় হওয়া, বেচেঁ থাকা; মাঝে মাঝে আবার অজানা বেদনা বিলাসেরা আমায় উপহাস করে। আমি নাকি এরই প্রাপ্য। কখনো ওদের কথার কোন প্রতিবাদ করিনি; আজো না। কোন কিছুর প্রতিবাদ করার মাঝে যে প্রতিবাদী হবার বাসনা থাকে তা হয়তো আমার নেই।

আর তাই ৭০০ বছরের এক শ্বাস আজো আমি বয়ে বেড়াই স্বযতনে। আমার ভালোলাগা অনুভূতি গুলো এ শ্বাস আপন করে প্রনাম করে। জানি এ ওর প্রাপ্য না, বা এতটা চাওয়ার সাহসও নেই ওর। তারপরেও........তারপরেও দেখিনি কখনো তবে শুনেছি; বুকের মাঝখানে, ঠিক মাঝখানে নাকি বাঁকা এক হাড় থাকে। মাংসাসী সে হারেই জীবনের যত পুরনো দুঃখগুলো আটকে থাকে।

হাটা চলার ফাঁকে সে দুঃখ বারবার ধেয়ে আসে। আমার এ দীর্ঘশ্বাসটাও বোধকরি সে হারেই আটকে আছে। তাই সহজে ছুটছেনা। সহজে কি খুব কঠিন করেও ছুটছেনা। ভাবছি এবার সেই হাড়টাকেই ছেটে ফেলব।

একেবারে ছেটে ফেলব। এই খান থেকে; আমার বুকের মাঝখান; ঠিক মাঝখান থেকে................


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।