আমাদের কথা খুঁজে নিন

   

উপকুল অতিক্রম করছে ঘুর্ণিঝড় আয়লা: আতঙ্কে মানুষ



http://www.the-editor.net বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় আয়লা উত্তর দিকে সরে গিয়ে সোমবার দুপুর ২টার পরপরই ভারতের সাগর আইল্যান্ডের কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ-ও বাংলাদেশের খুলনা উপকূল অতিক্রম শুরু করেছে। এর অগ্রবর্তী অংশের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইছে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম শুরু করেছে। এটির সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন হতে পারে। সকাল থেকেই মংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

ঘুর্ণিঝড় আয়লার প্রভাবে দেশের দক্ষিণাঞ্চল প্লাবিত হয়েছে। রোববার থেকে বৃষ্টি ও বাতাস বইছে। ভেসে গেছে শত শত কাঁচা ঘরবাড়ী। উপকুলীয় এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। তারা আশ্রয় নিয়েছে সাইক্লোন সেল্টারে।

পটুয়াখালী, ভোলা, বরগুনা, বাগেরহাট, পিরোজপুর জেলার কাঁচাঘরবাড়ীর ব্যাপক ক্ষতি হয়েছে। আয়লার প্রভাবে পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কলাপাড়ার চরগঙ্গামতিতে ৪শতাধিক ও কাউয়ারচরে ২শতাধিক কাঁচাঘর সোমবার সকাল নয়টার দিকে প্রবল জোয়ারে ভেসে গেছে। সমুদ্রের ঢেউয়ের তান্ডব দেখে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চরগঙ্গামতি সাইক্লোন সেল্টারে আশ্রয় নিয়েছে শত শত মানুষ।

এ ছাড়া ইউনিয়নের ৪৭/৪ পোল্ডারের নয়াপাড়া মুন্সিপাড়ায় দেড়শ ফুট বেড়িবাঁধ নদীতে বিলিন হয়ে গেছে। ফলে বুড়োজালিয়া পয়েন্ট, চান্দুপাড়া পয়েন্ট, মুন্সিপাড়া পয়েন্ট থেকে তিনশ ফুটের মতো বেড়িবাঁধ বিলিন হয়ে গেছে। কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকার বেড়িবাঁধ ভেঙ্গে প্রবল বেগে পানি কলাপাড়া শহরে প্রবেশ করছে। কুয়াকাটার লতাচাপলি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বারেক মোল্লা দি এডিটরকে জানান, ৪৭/৩ পোল্ডারের একশ ফুট ভেঙ্গে গেছে। সমুদ্রের ঢেউয়ের তান্ডবে কুয়াকাটা বেড়িবাঁধের বাইরে চারটি দোকান ভেসে গেছে।

এছাড়া কুয়াকাটা বেড়িবাঁধ মাঝিবাড়ী পয়েন্টে চরম ঝুঁকির মধ্যে আছে। যে কোন সময় ভেঙ্গে যেতে পারে। মৎস্য বন্দর আলীপুর, মহিপুরে সহস্রাধিক ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান পানিতে প্লাবিত হয়েছে। এছাড়া জোয়ারের পানিতে ধান ব্যবসায়ী জাকির সিকদারের ১২শ মন ধান ভেসে গেছে বলে জানিয়েছেন জাকির সিকদার। ওদিকে গলাচিপা পৌর শহরের বেড়িবাঁধের বাইরে সহস্রাধিক কাঁচাঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।

চরকাজল, চালিতাবুনিয়াচরসহ প্রায় পঞ্চাশটি চরের কাঁচাঘর বাড়ী ভেঙ্গে গেছে। রোববার রাত থেকে পিরোজপুরে থেমে থেমে দমকা হাওয়াসহ ভারী বর্ষণ হচ্ছে। বিশেষ করে মঠবাড়িয়া ভান্ডারিয়া জিয়ানগরে স্বাভাবিক জোয়ারের চেয়ে চার থেকে ছয়ফুট পানি উঠেছে। দুপুর বারোটার সময় তিনি বলেন, এই মুহুর্তে বাতাসের তীর্বতা বৃদ্ধি পেয়েছে। জিয়া নগরের কলারোন বেড়িবাঁধ ভেঙ্গে চন্ডিপুর ও খোলপটুয়া গ্রামে চার পাঁচ ফুট পানি উঠেছে।

সাউথখালীর চরের অধিকাংশ এলাকা চার/পাঁচ ফিট পানির নীচে। চরখালী ও বেকুটিয়া ফেরী চলাচল বন্ধ রয়েছে। ওই দুই ফেরী ঘাটের দুই দিকে পারাপারের জন্য শত শত যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক আটকে পড়েছে। এ ছাড়া সকল নৌযান চলাচল রোববার রাত থেকে বন্ধ আছে। পাড়েরহাট মৎস্য বন্দরে শত শত মাছ ধরা ট্রলার আশ্রয় নিয়েছে।

পিরোজপুর জেলা প্রশাসন জানিয়েছে জেলা সদরে একটিসহ সাত উপজেলায় সাতটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। মঠবাড়িয়া উপজেলা সদর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। দক্ষিণ বন্দর প্রধান সড়ক, হাসপাতালের সামনের সড়কসহ উপজেলা সদরের প্রায় সকল সড়কে ২ ফুটের মতো পানি উঠেছে। উপজেলার বলেশ্বর নদী তীরবর্তী সাপলেজা, বড় মাছুয়া, বেতমোর ইউনিয়নের সকল এলাকা ৩ থেকে ৪ ফুট পানিতে তলিয়ে গেছে। নিম্নাঞ্চলের মানুষেরা সাইক্লোন সেল্টারে আশ্রয় নিয়েছে।

কাঁচা ঘরবাড়ী ব্যাপক ক্ষতি হয়েছে। সিডরে ক্ষতিগ্রস্থ মানুষেরা আয়লার আতঙ্কে দিন কাটাচ্ছে। পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। গবাদি পশুর খাদ্য পাচ্ছে না। মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আহমদ এডিটরকে জানান, তার ইউনিয়নের প্রধান বাজারটি ২/৩ ফুট পানিতে তলিয়ে গেছে।

চরভোলমারা, মাঝেরচরের হাজার হাজার মানুষ তাদের বাড়ীঘর ছেড়ে সাইক্লোন সেল্টারে আশ্রয় নিয়েছে। তিনি বলেন, বলেশ্বর নদীর মাঝে অবস্থিত মাঝেরচর সম্পুর্ণ তলিয়ে গেছে। সেখানের মানুষেরা সব সাইক্লোন সেল্টারে আশ্রয় নিয়েছে। তবে মাঝের চরে একটি মাত্র সাইক্লোন সেল্টার থাকায় সবাই আশ্রয় পায়নি বলে তিনি জানান। বাগেরহাট সংবাদদাতা জানান, জেলার স্মরণখোলা ও মোড়েলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা জোয়ারের পানিতে তলিয়ে গেছে।

স্মরণখোলার রায়েন্দা বাজারের আশে পাশের এলাকায় ২/৩ ফুট পানি উঠেছে। মোড়েলগঞ্জের সন্যাসীসহ ব্যাপক এলাকা জোয়ারের পানিতে তলিয়ে গেছে। ভোলার নিম্নাঞ্চলের শত শত ঘরবাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে। নোয়াখালতে একজন মারা গেছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।