আমাদের কথা খুঁজে নিন

   

হায় রে গ্রাম ...

হঠাৎ শুন্যতা ...................

মেঘের গুড়ুর গুড়ুর ডাক নদীর জলে ভরা বাঁক আর জলে মাঝে ভাসছে দেখ বাদাম তোলা নায় আর রাখাল ছেলের দল আনন্দে কোলাহল চরায় গরু, উড়ায় ঘুড়ি উদাসী বনে বায় দেখ গরুর গাড়ী যায় ধুলো উড়ছে ভিষণ তাই বটের তলায় জিরায় দেখ ক্লান্ত পথিক দেখ সবুজ সবুজ মাঠ মাঠের পরে নদীর ঘাট হাটের বারে নাউ ভাসিয়ে আসবে বনিক গাঁ’য়ের ছোট্ট ছোট্ট ঘর সবাই আপন, নেই তো পর বেনি দুলিয়ে খেলছে দেখ পুতুল পুতুল মেয়ে ঘরের কোনে, জ়ানালা পানে বধু রঙ্গিন কাঁথা বুনে সুঁই-এর ফোঁড়ে হাজার কথা লুকিয়ে রাখে সে হায়, কোথায় আমার গ্রাম এখন নেইতো আগের প্রান নেই যে নদী, নেই যে নাও আর রাখাল ছেলের দল নেই যে গরুর গাড়ী আর নেই যে ছোট্ট বাড়ি কংক্রিটের শহর আছে আছে হাজার কোলাহল।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।