আদর্শটাকে আপাতত তালাবন্ধ করে রেখেছি
গত কদিন যাবত একটা ইমেইল খালি আসতেছেই আর আসতেছেই। নানাভাবে, নানাজনের কাছ থেকে। সনি-এরিকসন কোম্পানি নাকি ফ্রি ল্যাপটপ দিতাছে, খালি ওই ইমেইলটা আট জনের কাছে পাঠালেই হবে। আমি ভাবি, সনি-এরিকসন কি এতোটাই ভুদাই হয়ে গেছে যে আটটা ইমেইল পাঠাইলে তারা মাগনা ল্যাপটপ পাঠায় দিবে? নাকি তারা ল্যাপটপের ছাগু বানাইছে যেটা প্রতিবার টয়লেটের সময় ঝুরি ঝুরি ল্যাপটপ পড়ে? নাকি আমরা মানুষগুলান আস্ত ভুদাই হয়ে গেছি যে, এইসব আবাল ইমেইল করার মতো এবং পড়ার মতো সময় আমাদের প্রচুর আছে।
আজিব দুনিয়া!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।