আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।
প্রথমবারের মতো ২০ তারিখে খোলা চিঠি শিরোনামের একটি পোষ্ট ইমেইলে আসা কিছু প্রশ্নের উত্তর দিয়ে ছিলাম। এই তিন দিনেই কয়েকজন থেকে পাওয়া ইমেইলে আরোও কিছু প্রশ্ন জমা পড়ে গিয়েছে। আজকে সেগুলোর উত্তর দিতে চেষ্টা করব, ইমেইল পাঠানোর চেয়ে মন্তব্য আকারে প্রশ্ন করাকে আমি উৎসাহিত করছি। এতে সবাই উপকৃত হবেন।
How can I use adsense in blog and which blog can I use?ব্লগিংয়ের জন্য বেশ কিছু ব্লগিং প্লাটফর্ম আছে, তবে যদি ফ্রিতে ব্লগ বানিয়ে এডসেন্স বসাতে চান তাহলে Blogger.com সর্বোত্তম। আর যদি নিজের হোস্টিং এবং ডোমেইন থাকে তবে Wordpress.org থেকে ওর্য়াডপ্রেস ডাউনলোড করে নিজ সার্ভারে ইনস্টল করুন। এডসেন্স বসানো এবং বিভিন্ন ধরনের কাস্টমাইজেশনের জন্য নিজ সার্ভারে ইনস্টল করা ওয়ার্ডপ্রেসের জুড়ি নাই। সহায়ক পাঠ - কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসার্ভারে ইনস্টল করবেন?
একবার ওয়েবসাইট/ব্লগ বানানো হয়ে গেলে কিছুদিন কনটেন্ট যুক্ত করে অত:পর গুগল এডসেন্সের একাউন্টের জন্য আবেদন করতে পারেন। তবে আবেদন করার আগে এডসেন্স নিয়ে কিছুটা পড়াশুনা করে নিন - নতুবা আবেদন প্রত্যাখ্যান হতে পারে।
সহায়ক পাঠ - গুগল এডসেন্স নিয়ে আমাদের ১৪টি ভূল ধারনা।
আবেদন গৃহীত হলে একাউন্টে লগিন করে এ্যাডের আকার, রং ইত্যাদি ঠিক করে দিলে গুগল থেকে আপনাকে একটা কোড দিবে। কোডটুকু ব্লগ পোষ্ট করার সময় লেখার সাথে কিংবা widgets আকারে আপনার সাইটে বসাতে হবে।
For a long time, I have a great interest in making a professional blog in wordpress. But I am not a developer, so could not solve a big problem.
The feature I wanted most in my blog was, having a built-in system for writing Bangla at the site, so the readers can write comments in Bangla directly. I think, this feature alone in a personal blog can make the site alive. ওর্য়াডপ্রেস ব্লগে বাংলায় লিখতে হাসিন ভাই আর লাভলুদার একটা প্লাগিংস আছে, ওটা ব্যবহার করতে পারেন। ডাউনলোডের লিংক এইখানে।
আমার ব্লগে প্লাগিংসটি যুক্ত করেছি। ফলে পাঠকের ইউনিজয়, ফনেটিক এবং প্রভাত কিবোর্ড ব্যবহার করে মন্তব্য করতে পারবেন। এছাড়া ত্রিভূজ একটি কিবোর্ডের স্ক্রিপ্ট নিয়ে কাজ করেছে এবং কিছু পরিবর্তনও করেছে। ওটাও ব্যবহার করতে পারেন, যতদূর সম্ভব ওটা সব প্লাটর্ফমের ব্যবহার করা যায়।
Can you help the doing something like this? And can you tell me how can I host a site..I mean buy domain & space..without creadit card? আমার একটা GoDaddy থেকে কেনা একটি Reseller একাউন্ট আছে, ABC Online Services ।
আমি সাধারনত ওটা আমার ক্লায়েন্টদের জন্য ব্যবহার করি। ডোমেইন এবং হোস্টিংয়ে GoDaddy পৃথিবীর সবচেয়ে বড় প্রতিষ্ঠান। তাই যেমন সস্তা তেমন ব্যবহারেও সুবিধা। ওখান থেকে কিনতে চাইলে সাহায্য করতে পারি।
I can not add my url(http://xxxx.xx.xx) to google. আসলে আপনার প্রশ্ন আমার কাছে পরিস্কার নয়।
Add বলতে কি বুঝিয়েছেন? গুগলে বেশ আগে একটা সার্ভিস ছিল, যা ব্যবহার করে নতুন ওয়েবসাইটকে তাদের ইনডেক্স যুক্ত করার জন্য আবেদন করা যেত, স্প্যামারদের জ্বালায় ওই সার্ভিসটি প্রায় অকার্যকর হয়ে পড়েছে। তবুও যদি ব্যবহার করতে চান তবে এখানে চেষ্টা করুন। তবে আমি গুগলের ওয়েবমাস্টার্রস টুল ব্যবহার করে সাইটম্যাপ জমা করতে বলব। সহায়ক পাঠ - সার্চ ইঞ্জিনে কি ওয়েব সাইটের বিস্তারিত জমা করতে হবে?
Can you advise how can i earn money from Bangldesh through internet.
I have one high speed internet connection. Whole day i can spend my time in internet. আপনার হাই-স্পীড ইন্টারনেট আছে, তাহলে খুবই ভাল সংবাদ। বাংলাদেশে ইন্টারনেটের প্রচলন ঘটছে কেবল ইন্টারনেটে স্পীড আর স্বল্পতার কারনে।
যাহোক, ইন্টারনেটে আয়ের ব্যাপারটি অনেক বড় এবং বিস্তৃত। তাই এভাবে একটি প্রশ্নের উত্তরে বলা সম্ভব নয়। তবে এখানে কয়েকটি উপায়ের নাম বললাম, পরবর্তীতে হয়তো আলোচলা করতে চেষ্টা করব।
* ব্লগিং, নিউজ ওয়েবসাইট কিংবা অন্য যেকোনো ধরনের তথ্য ভিত্তিক ওয়েবসাইটে Adsense, Adbrite, Kontera, Chitika ব্যবহার করে বিজ্ঞাপন যোগ করতে পারেন
* বিভিন্ন ফোরামে directory submission কাজের জন্য বিজ্ঞাপন থাকে, ওগুলোতে bid করেও কাজ পেতে পারেন
* Website Flipping একটা লাভজনক কাজ, নতুন কোনো ওয়েবসাইট সস্তায় কিনে চেহারা, কনটেন্ট পরিবর্তন করে হালকা কিছু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে বেশি টাকায় বিক্রি করতে পারেন
* গ্রাফিক ডিজাইন জানলে ব্যানার, আইকন ডিজাইন করতে পারেন - এজন্য ফ্রিল্যান্স ওয়েবসাইট, ফোরামে নজর রাখতে পারেন
* ডোমেইন কেনাবেচা শুরু করতে পারেন - তবে কাজটি বেশ কঠিন এবং ভাগ্য সহায়ক হতে হয়
* আর্টিকেল লেখায় পারদর্শী হলে তো কথাই না, ফ্রিল্যান্স ওয়েবসাইট, ফোরামে নজর রাখুন
* কোনো পন্যের ব্যাপারে আপনার মতামত লিখে, অতপর পন্যটি কেনার জন্য এফিলিয়েট লিংক ব্যবহার করতে পারেন। এটা করেও ভাল উপার্জন করা সম্ভব
আজ এ র্পযন্ত, আগামীতে আরও প্রশ্নের উত্তর নিয়ে হাজির হতে চেষ্টা করব।
ততক্ষন র্পযন্ত যেখানে থাকুন, ভাল থাকুন।
শুভেচ্ছা রইল।
পোষ্টটির সূত্র: [link|http://bn.jinnatulhasan.com/2009/05/591|ওয়েবসাইট নিয়ে প্রশ্নোত্তর | খোলা চিঠি [২৩শে মে, ২০০৯]]
------------------------------------------------------------------
অনেকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য ফোরাম খোলার পর বার বার বাংলায় একটি ফোরাম খোলার জন্য তাগিদ দিয়েছেন। কিন্তু বাংলায় ফোরামে তিক্ত অভিজ্ঞতা থাকার কারনে নতুন করে ফোরাম করা থেকে বিরত থেকেছি আর এর পরিবর্তে একটি বাংলা ব্লগ খুলেছি। এখানে আমার ইংরেজি ব্লগের প্রায় সবগুলো পোষ্টেরই বাঙ্গানুবাদ আছে।
পড়ে দেখতে পারেন ... আশা করি ভাল লাগবে। আর যদি নিয়মিত ভিজিট করার ঝামেলা থেকে মুক্তি পেতে চান, তবে ইমেইল নিউজলেটার সাবস্ক্রাইব করতে পারেন। প্রতিদিনের নতুন পোষ্টের সারমর্মগুলো পরের দিন সকালবেলা আপনার ইনবক্সে পৌঁছে যাবে।
সাবস্ক্রাইব করতে এই লিংকে ক্লিক করুন এবং ইমেইল এড্রেস দিন। পুরো প্রক্রিয়াটি অটোমেটিক তাই প্রাইভেসি নিয়ে ভয় পাবেন না।
-------------------------------------------------------------------
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।