যামিনী কবিয়াল
লগ্ন ভেদের কারণ পেরুলে
একজোড়া বসন্তবৌরী লীলায় মাতে
বারের হিশেব করে
তোমাকে আমাকে মিলিত
হতে হয় নিষিদ্ধপথে।
ত্রিচক্রযানে তিনজন থাকে
আর থাকে কিছু অব্যক্ত কথা
জন্মান্তরের ফেরে পড়ে
চাকা তবুও ডানা মেলে
শূন্যতার পথে।
কে তুমি-- কুলে পড়ো কুল ভাঙো
কে তুমি-- ভেদের ভয়ে বেদ ভুলো;
কে তুমি-- নারী হবার ছল করো?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।