আজ ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকায় প্রথম পাতায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনি’র লন্ডনে কর্মব্যস্ততা নিয়ে একটি খবর প্রকাশিত হয়।
খবরে বলা হয়, ড. দীপু মনি লন্ডনে খুব ব্যস্ত। উনার ব্যস্ততার কয়েকটি উদাহরনও দেয়া হয়।
১. তিনি ফোনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিবান্ড এর দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
২. একই পদ্ধতিতে অর্থাৎ টেলিফোনে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডগলাস আলেক্সান্ডার এর সাথেও আলোচনা করেছেন।
৩. এর আগে গত মঙ্গলবার কংগ্রেস নেতা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে লন্ডন থেকে টেলিফোন করে কথা বলেন ডা. দীপু মনি ।
প্রশ্ন হল তিনি এ টেলিফোন আলোচনা কেন বাংলাদেশ থেকে করতে পারলেন না। উত্তর আমি ই দিচ্ছি
১. বাংলাদেশ- লন্ডন টেলিফোনে বিল অনেক বেশি। (টেলিফোন বিল বাচঁল)
২. লন্ডনের দূরত্ব অনেক বেশি হওয়ায়, বাংলাদেশ থেকে স্পষ্ট কথা শুনা যায় না।
৩. তিনি ই বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী এ কথা ব্রিটিশ মন্ত্রিরা বিশ্বাস করতে না চাইলে সরাসরি তাদের সামনে উপস্থিত হতে পারবেন।
(পরিচয় পত্রসহ)
৪. লন্ডনের টেলিফোন বিল কম। তাই তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সাথেও টেলিফোনে.. .. ..
আমাদের পাথর কঠিন বিশ্বাস ও আশা আমাদের স্বার্থেই, তিনি বাংলাদেশ ফিরবেন দিল্লী হয়ে।
আমাদের জীবন ধন্য। আঃ হাঃ কত কর্মট-কর্মঠ, আমাদের পররাষ্ট্রমন্ত্রী। দেশে কত কাজ ফেলে উনি লন্ডন ছোটে গেছেন।
এর জন্য উনাকে কত-ই-না পরিশ্রম করতে হচ্ছে। সাবাশ মন্ত্রী! সাবাশ!
প্রিয় মন্ত্রী, সিরিয়া সফর শেষ করে একবার আমেরিকাও যাবেন। সেখানেও আমাদের অনেক স্বার্থ আছে। আমাদের প্রচুর তেল-গ্যাস আছে না, এর একটা বিহিত করতেই হবে।
প্রয়োজনে আমরা রক্ত বিক্রি করে সফরের টাকা যোগাব।
খাবার এক বেলা কম খাব। পড়াশুনা বন্ধ করে দিব। আরও কত কিছু করার জন্য প্রস্তুত আপনি চিন্তাও করতে পারবেন না ... ... ...
দেশবাসীর অনুরোধ, যেকোন কোন মূল্যে আপনার সফর অব্যহত রাখুন।
(দেশে আসার দরকার কি? যে ভাবে খুন, সন্ত্রস বাড়ছে। আপনার জীবনের একটা মূল্য আছে না।
আমাদের স্বার্থেই হোক, আপনাকে বেচেঁ থাকতে হবে। )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।