আমাদের কথা খুঁজে নিন

   

"হ্যাভী ওয়েট ব্লগার" বনাম "ম্যাঙ্গো ব্লগার"।

ক্ষেপাইতে চাইলে akayes@yahoo.com মেইল করেন :)

অস্বীকার করার উপায় নেই যে সামহোয়ার ইন ব্লগ বাংলা ব্লগিং জগতে পথ-প্রদর্শক। বিশ্বের বিভিন্ন প্রান্তের বাংলা ভাষা-ভাষীদের এক মিলন মেলা এই ব্লগ। মনের ইচ্ছা-আকাংখা, চিন্তা-চেতনা, আনন্দ-বেদনা এবং ক্রিয়েটিভিটি ব্লগে নিঃসংকোচে শেয়ার করা যায় বলে সারা বিশ্বের নেট ইউজারদের কাছে ব্লগ একটি অত্যান্ত জনপ্রিয় এবং শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। এখানে যারা ব্লগিং করতে বা ব্লগ পড়তে আসে তারা সবাই ব্যাক্তিগত জীবনে কোন না কোন পেশায় জড়িত। দৈনন্দিন কাজের ফাঁকে একটু রিক্রিয়েশনের জন্যই মূলত ব্লগে আসা, একটু আনন্দ পাওয়ার চেষ্টা করা কারণ ব্লগ থেকে ম্যাঙ্গো ব্লগাররা আনন্দ লাভ করা ছাড়া কোনভাবেই আর্থিক সুবিধা পায় না।

কিন্তু হ্যাভী ওয়েট ব্লগারদের ব্যাপারে নিশ্চিত কিছু বলা যায় না। ব্লগে সবাই নিজস্ব মতামত, বিশ্বাস, চিন্তাধারা নিঃসংকোচে তুলে ধরতে পারে। একজনের লেখার সাথে অন্য ব্লগার একমত হতে পারে আবার নাও হতে পারে। এ নিয়ে যুক্তি, পাল্টাযুক্তি, তর্ক-বিতর্ক চলতেই পারে। কিন্তু কোন কোন ক্ষেত্রে ব্লগিং এর বিনিময়ে কারো কারো ক্ষেত্রে ব্যাক্তিগত আক্রোশ পযর্ন্ত পৌঁছায়।

অনেক ক্ষেত্রে দেখা যায় এই ব্লগিং এর সুবিধাটিকে কেউ কেউ ব্যাক্তি স্বার্থ উদ্ভার করতেও ব্যাবহার করে থাকে। সামহোয়র ইন ব্লগ এ দীর্ঘ দিনের ব্লগিং এর অভিজ্ঞতায় একটা ব্যাপার পরিস্কার যে, এই ব্লগারগণ কয়েকটি ভাগে বিভক্ত। তার মধ্যে উল্যেখযোগ্য হল ” হ্যাভী ওয়েট ব্লগার” এবং ”ম্যাঙ্গো ব্লগার”। অত্যান্ত যুক্তি সংগত কারনেই আমার এই লেখার অবতারনণা। স্বাভাবিক কারণেই প্রশ্ন আসতে পারে যে, এই ”হ্যাভী ওয়েট” এবং ”ম্যাঙ্গো-ব্লগার” কারা? যারা ব্যাক্তিগত জীবনে বিভিন্ন পেশায় জড়িত এবং এবং সেই পেশার কারণেই নানা মহলে পরিচিত অর্থাৎ এক কথায় সেলিব্রিটি টাইপ, তাদের অনেকেরই বাস্তব জীবনে একধরণের অহমিকা নিয়ে চলেন, তারা যখন কোন ভাবে এই ব্লগিং এর সাথে যুক্ত হন তারা তাদের সেই অহমিকা ভাবটা ত্যাগ করতে পারেন না।

তাদের পোষ্টে, কমেন্টে তাদের সেই মনোভাবটি প্রকাশ হয়ে পড়ে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে ব্লগ অথরিটিও তাদেরকে সমীহের চোখে দেখে থাকে, তাদের আপত্তিকর পোষ্ট বা কমেন্ট বা ব্যাক্তি আক্রমন প্রায়ই অথরিটির চোখ এড়িয়ে যায়। এক কথায় কর্তৃপক্ষও তাদেরকে ঘাটায় না এবং যে কোন পরিস্থিতিতে মৌন সমর্থন দিয়ে যেতে থাকে। যেগেতু ব্লগ কর্তৃপক্ষই তাদেরকে সর্বাবস্থায় ”সেফ” রাখার চেষ্টা করে সুতরাং তাদেরকে ” হ্যাভী ওয়েট ব্লগার” বলাটাই যুক্তিযুক্ত হয়েছে বলে আমি মনে করি। ”ম্যাঙ্গো ব্লগার“ যে সকল ব্লগার বাস্তব জীবনে নিজের গন্ডির বাইরে তেমন পরিচিত নন, সেই সাথে শুধুমাত্র আনন্দ লাভের জন্য কিংবা দেয়ার জন্য অর্থাৎ রিক্রিয়েশনের জন্যই ব্লগিং করতে কিংবা ব্লগ পড়তে আসেন তারাই আম-ব্লগার অর্থ্যাৎ “ম্যাঙ্গো ব্লগার” যদিও ব্লগে এদের সংখ্যাই বেশী।

তারা কোন ভাবে উল্লেখিত হ্যাভী ওয়েট ব্লগারদের বিরুদ্ধে কিছু বলতে গেলেই কর্তৃপক্ষের বদান্যতায় ওয়াচ, ব্লক, জেনারেল কিংবা সেফ বিভিন্ন লেভেলে উঠা-নামা করতে থাকে। ব্লগ কর্তৃপক্ষ যেহেতু প্রতিনিয়ত হ্যাভী ওয়েট ব্লগারদের ”সেফ” দেখতে চান সেক্ষেত্রে তারা ব্লক, ওয়াচ, জেনারেল এবং সেফ এর সাথে “হ্যাভী ওয়েট” (কর্তৃপক্ষ ইচ্ছা করলে আরো সুন্দর অথবা যুতসই নাম ব্যাবহার করতে পারেন) অপশনটি যোগ করে দিতে পারেন সংগে লাল দাগ এবং লিখা থাকবে ইনি একজন হ্যাভী ওয়েট ব্লগার, যে কোন পরিস্থিতিতে উনাকে কটাক্ষ করে কিংবা বিরুদ্ধাচারণ করে কোন পোষ্ট বা মন্তব্য দেয়া যাবেনা। তাহলে আমাদের মত ম্যাঙ্গো ব্লগাররা এই লাল দাগ অতিক্রম করার কিংবা তাদের মনক্ষুন্ন হওয়ার মতো কমেন্ট করে ব্লক, ওয়াচ, জেনারেল কিংবা সেফ নিয়ে টানা-হেচড়া করা থেকে মুক্তি পেয়ে যেত। হ্যাভী ওয়েটরা তাদের মতো নিশ্চিন্ত মনে ব্লগে এসে যা ইচ্ছা তাই লিখে যেত কিংবা করে যেত আর ম্যাঙ্গো-ব্লগাররাও “সেফ” থাকতে পারতো। মাননীয় কর্তৃপক্ষ, বিষয়টি ভেবে দেখবেন কি?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.