তৃতীয় বিশ্ব নয়, বাংলাদেশকে দেখতে চাই প্রথম বিশ্বের কাতারে
প্রাচীন রোমান শিল্পীরা পাথর কেটে মুর্তি (স্কাল্পচার) বানাত। বানাবার সময় কখনো কখনো খোদাই করতে যেয়ে হয়ত বেশি গর্ত হয়ে যেত বা খাঁজ তৈরি হত। তখন সেই গর্ত বা খাঁজ সারাতে বা ত্রুটি ঢাকতে সেখানে মোম জুড়ে দিত। ফলে মুর্তির ত্রুটি গ্রাহকের চোখে ধরা পড়তনা। যে সকল মুর্তিতে এ ধরনের ত্রুটি থাকতনা সেগুলোকে বলা হত "Sin Cera”। সিন(Sin) অর্থ ব্যাতীত আর সেরা(Cera) অর্থ মোম। অর্থাৎ ”সিন সেরা” কথার অর্থ দাঁড়ায় ”মোম ছাড়া” বা ”মোমহীন”। তখন থেকে ”সিন সেরা” কথাটি যেকোন মৌলিক, খাঁটি, নির্ভেজাল, সৎ ইত্যাদি বোঝাতে ব্যবহার করা হত। এবং মজার বিষয় হল ইরেজী ”Sincere” শব্দ সেখান থেকেই এসেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।