ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........
গান্ধির সহিংসতায় আক্রান্ত হবার পর ব্যাপারটা মাথায় এল। অনেক শুনেছি গান্ধি পোকা অত্যন্ত বিষাক্ত,এদের নিঃসৃত পদার্থে ঘাঁ পর্যন্ত হয়ে যায়। তার প্রমান পেলাম ৩ দিন আগে। এক বন্ধুর নিমন্ত্রনে তার নতুন ফ্লাট উদ্ভোদন করার রাতে গায়ে লাগে এই গান্ধি পোকা। আর তার পরিনামে গলার একটা বড় অংশ এসিডে পোড়ার মত ঝলসে যায়।
এই পোকার গন্ধও মাশাল্লাহ!
তাই গান্ধি পোকা মানেই নাক ছিটকানো ও আতংকের নাম। কি অবাক ব্যাপার!সারা বিশ্ব জুড়ে যে গান্ধী কোটি মানুষের কাছে অহিংসা ও শ্রদ্ধার প্রতীক সেখানে এই পোকার নাম গান্ধি পোকা!!
নেটে অনেক খুজলাম তেমন কিছুই পেলাম না। তবু কিছু ছবি পেলাম সেটাও গান্ধি নামে না(পেডি বাগ নামে)।
বাংলা একাডেমির অভিধান অনুসারে
গান্ধি পোকা : a kind of cornfly emitting severe odours
অন্যদিকে
গান্ধীঃ গুজরাটের মার্চেন্ট পরিবার কে বুঝায়। মোহনদাস করমচাঁদ গান্ধী যে পরিবারের সদস্য।
এ থেকে পার্থক্য যা বুঝা গেল,বাংলা একাডেমি মতে ই-কার হলে পোকা,আর ঈ-কার হলে মোহনদাস করমচাঁদ গান্ধীর পরিবার/বংশ।
মুলত এই গান্ধি পোকা ধান গাছেই বেশি জন্মে। যার কিছু ছবি এখানে দিলাম।
আমার এক বন্ধু জানাল ব্রিটিশ বিরুধি আন্দোলনের এক পর্যায়ে গান্ধীকে হেয় করতেই এই দুর্গন্ধ যুক্ত পোকাকে গান্ধি পোকা বলে প্রচলনের চেষ্টা করে পশ্চিম বঙ্গের একটি গান্ধী বিদ্বেষী গ্রুপ।
যদিও তার এই বক্তব্যের অন্য কোন সমর্থিত সুত্র পাইনি।
তবে আমার ব্যক্তিগত মতামত,গান্ধীর প্রতি সম্মান প্রদর্শনের নিমিত্ত্বে এই পোকার নাম করন বাংলাতে অন্য কিছু রাখা উচিত। আমি কিন্তু এত দিন ভাবতাম এটি আঞ্চলিক শব্দ যা পরিশীলিত বাংলা ভাষার অংশ না। বাংলা একাডেমি এ ব্যাপারে কি কিছু করতে পারে? আপনারা কি বলেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।