আমাদের কথা খুঁজে নিন

   

মাত্তামতাই কুমিল অথবা একটি নদীর আত্মকাহিনী অথবা তাহারো অধিক কিছু

এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক........

আমাদের কাক-ভূষন্ডি জীবনে একটা রচনাই শিখছিলো। একটি নদীর আত্মকাহিনী(বোঝেনি তো পাখির মস্তিষ্ক এত্তটুকু ; এক্টা মুখস্ত করসে তাই কত) একটি নদীর আত্মকাহিনী: প্রমত্ম নদী আপন বেগে বয়ে চলে সব বাধা বিঘ্ন অতিক্রম করে সাগরের দিকে............................................................................. তো কাভুর কপাল খারাপ পরীক্ষায় আসলো একটি বট গাছের আত্মকাহিনী একটি বট গাছের আত্মকাহিনী: একটি বট গাছ একপায়ে দাঁড়িয়েছিলো কিন্তু এক কালবৈশাখী ঝড়ে বটগাছ উপরে নদীতে পরে গেল তারপর প্রমত্ম নদী আপন বেগে বয়ে চলে সব বাধা বিঘ্ন অতিক্রম করে সাগরের দিকে.............................................................................। আবার পরীক্ষায় আসলো গরু: গরু ঘাস খায়,সে মাঠে ঘাস খেতে খেতে অন্যমনষ্কভাবে নদীতে পরে গেলো তারপর প্রমত্ম নদী আপন বেগে বয়ে চলে সব বাধা বিঘ্ন অতিক্রম করে সাগরের দিকে............................................................................. শিক্ষক বিরক্ত হইয়া লিখতে দিল একটি ট্রেন ভ্রমন: .................................. ট্রেন টি হঠাৎ একটি সেঁতুটি উঠিলো সেঁতুটি ট্রেনের ভর সৈহ্য করতে না পেরে ভেঙে নদীতে পরে গেল ....... প্রমত্ম নদী আপন বেগে বয়ে চলে সব বাধা বিঘ্ন অতিক্রম করে সাগরের দিকে............................................................................. বিসিএস পরীক্ষায় আসিলো আমাদের বাড়ি ; কাভূ লিখিলো আমাদের বাড়িটি ছিলো অমুক নদীর তীরে, নদী ভাঙনে আমাদের বাড়িটি নদীতে বিলিন হয়ে গেলো......প্রমত্ম নদী আপন বেগে বয়ে চলে সব বাধা বিঘ্ন অতিক্রম করে সাগরের দিকে............................................................................. পলাশীর যুদ্ধ: পলাশীর যুদ্ধে এক সৈনিকের প্রবল পানি পিপাসা পেল সে পানি আনিতে নদীতে গেল এবং সাতার না জানায় নদীতে ডুবে গেলো ....প্রমত্ম নদী আপন বেগে বয়ে চলে সব বাধা বিঘ্ন অতিক্রম করে সাগরের দিকে............................................................................. আপনি যে রচনায় লিখতে দেন যাই বলেন কাভূ নদীতেই নিয়া যাবে। কাভূ মাফ করে দিও; পচাইলে বন্ধুবান্ধব পচানোই সেফ বিদ্র: এই পোষ্টটি নিতান্তই উদ্দেশ্য বিধেয় বিহীন, কোন ইচরেপাকা ব্লগার ব্লগের বর্তমান পরিস্থিতে কোন মাত্তামতাই কুমিল বা একটি নদীর আত্মকাহিনী খুঁজে পেলে তা অনভিপ্রেত কাকতাল মাত্র

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।