ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
গত কিছুদিন যারা ব্লগে নিয়মিত ছিলেন...চোখে পড়ার কথা সাধারণ ব্লগারদের টিপাইমূখ বাধ নিয়ে একটি পোষ্ট স্টিকি করার দাবী...আমাদের ভবিৎষত প্রজন্মের জন্য মরুভূমির দূর্দশা বয়ে নিয়ে আসা এই প্রকল্পটির বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য খুব ভালো কিছু লেখা এবং লেখার সংকলন নিয়ে পোষ্ট এসেছিল ব্লগে..
গত দেড় সপ্তাহে বর্তমান স্টিকি পোষ্টটি ৩য়, কমজগৎ ব্লগ নিয়ে লেজে-গোবরে অবস্হা করে নোটিশ বোর্ডের পোষ্টটি ১০০ মাইনাচ খাবার পর সরিয়ে নেওয়া হয়..এরপর ব্লগারদের এই বিষয়ে আলোচনা সরিয়ে নিতে রাত ২:১৩ মি: (!) জঙ্গি বিষয়ে আশিফ এন্তাজের করা পোষ্টটি ষ্টিকি করা হয়...আর আজ কাকশালিখচড়াইগাঙচিলের এই দুর্বোধ্য বির্তকিত পোষ্ট।
টিপাইমূখ বাধের চেয়েও ১৯ ই মের ইতিহাস আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ...
ভবিৎষত প্রজন্ম আমাদের অক্ষমতার জন্য পারলে ক্ষমা করো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।