আমাদের কথা খুঁজে নিন

   

অনলাই এ মোস্তাফা জব্বার এর "ডিজিটাল বাংলাদেশ" বই টি কিনলাম..!! (ই-বুক দিচ্ছি..!)



ই-কমার্স এর সাথে আমরা বাংলাদেশীরা তেমন পরিচিত নই। আধুনিক জীবনযাপনে ই-কমার্স অত্যান্ত গুরুত্বপুর্ন। বিশ্বের বিভিন্ন দেশে অনলাই বেচা-কেনা (E-commerce) অনেক আগেই শুরু হয়েগেছে। ঘরে বসেই অথবা কর্মস্থলে থেকেই কেনাকাটা/ টিকিট বুকিং এর কাজ টা অনলাইনে সেরেফেলেন তারা। ই-কমার্সের সুযোগ সুবিধা ভুগ করতে আমাদের বাংলাদেশের মানূষকে হয়তোবা আরো অনেক দিন স্বপ্ন দেখতে হবে।

এরি মাঝে মোস্তফা জব্বারের "ডিজিটাল বাংলাদেশ" বই টি কিনে ই-কমার্সের ফ্লেবার পেলাম। প্রথম আলো তে "কম্পিউটার প্রতিদিন" বিভাগে মোস্তফা জব্বার রচিত "ডিজিটাল বাংলাদেশ" নামে প্রকাশিত বই এর বিজ্ঞাপন দেখলাম। বই টি সংগ্রহে লেখক অভিনব একটা পদ্ধতি অবলম্বন করেছেন। পদ্ধতি টি হলো্-বই টি পেতে বিজ্ঞাপনে প্রকাশিত একটি পোষ্ট পেইড সেল ফোনে ১০০টাকা বিল পেমেন্ট করে সেই পেমেন্ট আই ডি টি মেইল করে দিতে হবে। বই রিলিজ হয়ার পর ডিজিটাল কপি পাঠানো হবে।

বই টির প্রিন্টেড কপি পেতে আরো ১০০ টাকা পেমেন্ট করে আই ডি টি মেইলকরে দিতে হবে। প্রপকের ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে বই টি কর্তৃপক্ষ পাঠিয়ে দেবেন। সার্বিক বিষয় টা এত ভাল লাগলো! আই টি সেক্টরে অনুন্নত কিন্তু সম্ভাবনাময় একটি জাতি কে আই টি এর বিষেশ সুবিধা সম্বন্ধে উৎসাহ প্রধানের একটি দারুন পদ্ধতি দেখিয়েছেন মোস্তফা জব্বার। আই টি আমাদের জীবন ধারা কে কত সহজ করতে পারে তার একটা উদাহরন দেখলাম। বিষয় টা আমার খুবি ভাল লেগেছে।

তা ছাড়া আমি মোস্তফা জব্বার স্যার এর লেখা বই গুলো সংগ্রহ করে থাকি। ওনার বাচন ভঙি, চিন্তাধারা আমার খুবি ভাল লাগে। ১০০ টাকা পেমেন্ট করে আই ডি টি মেইল করলাম। পেয়ে গেলাম বই টির ডিজিটাল সংস্করন। বই টি পড়ে খুবি ভাল লাগলো।

আমাদের বাংলাদেশের জন্য খুবি সুন্দর ডিজিটাল দিক নির্দেশনা রয়েছে বই টি তে। এর একটা প্রিন্টেড ভার্সনের জন্য আরো ১০০ টাকা পেমেন্ট করে আই ডি মেইল করে দিলাম। গত কাল কুরিয়ারে হাতে পেলাম বই টি। জীবনে প্রথম অনলাইনে পেমেন্ট এর বিপরিতে কোনকিছু কেনার অভিজ্ঞতা হলো আমার। কেমন যেন ই-কমার্সের ফ্লেভার পেলাম।

ইনফরমেশন টেকনোলজি তে সম্ভাবনাময় একটি দেশ কে ডিজিটাল স্বপ্ল দেখানোর জন্য মোস্তফা জব্বার স্যার কে অনেক ধন্যবাদ। বই টির স্বত্ব সংরক্ষিত হলেও কোন প্রকার পরিবর্ত/ পরিবর্ধন না করার শর্তে এর ডিজিটাল কপি টি শেয়ার করা যাবে। আমার কাছে থাকা ডিজিটাল কপি টি শেয়ার করতে চাই। পি.ডি.এফ ফরমেটে বই টি পেতে আপনার মেইল আই ডি- টি মন্তবে লিখুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।