আমাদের কথা খুঁজে নিন

   

RAB ও DGFI কে বিলুপ্ত করার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা Human Rights Watch

Shams

বাংলাদেশে ব্যাপকভাবে মানবাধিকার লংঘনের অভিযোগের কারণে রাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(RAB) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর DGFI কে বিলুপ্ত করার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা Human Rights Watch । RAB ও DGFI কে ভেঙ্গে দেয়া না হলেও কমপক্ষে তাদের কার্যক্রম তদারকি করার জন্য একটি স্বাধীন কমিশন গঠনের পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল (সোমবার) নিউইয়র্কভিত্তিক প্রভাবশালী মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা Human Rights Watch বাংলাদেশ বিষয়ক এক প্রতিবেদনে এসব সুপারিশ করে। প্রতিবেদনে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইকে মানবাধিকার লংঘনের প্রতীক হিসেবে অভিহিত করা হয়েছে। তবে দেশের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত রাপিড অ্যাকশন ব্যাটালিয়ন RAB ও DGFI কে বিলুপ্ত করার জন্য।

Human Rights Watch যে সুপারিশ করেছে তার তীব্র সমালোচনা করেছেন রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা । তারা বলছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় কোন্ বাহিনী থাকবে আর কোন্ বাহিনী থাকবে না এ বিষয়ে বাংলাদেশের সরকার ও জনগণই সিদ্ধান্ত নেবে। তারা বলছেন, Human Rights Watch সারা বিশ্বের মানবাধিকার নিয়ে কাজ করে। তাই বলে তারা বাংলাদেশের কোন নিরাপত্তা বাহিনী বিলুপ্ত করার পক্ষে মত দিতে পারে না। Human Rights Watch দেয়া প্রতিবেদনের সমালোচনা করেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায়, পিলখানা হত্যাকান্ডের পর দেশের একটি ঐতিহ্যবাহী বাহিনী BDR এর নাম পরিবর্তন করে তা পুনর্গঠনের কাজ চলছে।

এখন আবার সামান্য অভিযোগের কারণে RAB ও DGFI কে বিলুপ্ত করার সুপারিশ করা হচ্ছে। আসলে এর পেছনো কারো কোন ইঙ্গিত রয়েছে কিনা তা দেখতে হবে। তাদের মতে, RAB ইতোমধ্যে বিভিন্ন মহলে তাদের কর্মকান্ডের মাধ্যমে প্রশংসিত হয়েছে। তারা বলেন, RAB প্রতিষ্ঠার পর দেশের আইন শৃংখলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। কিন্তু নতুন করে RAB কে বিলুপ্ত করার নামে আবার কোন ষড়যন্ত্র হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে হবে।

তারা হতাশা ব্যাক্ত করে বলেন, Human Rights Watch বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোন কথা বলতে পারে না। তিনি বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিশ্বের অন্যান্য দেশের সাথে তুলনা করে তারা পরামর্শ দিতে পারে। কিন্তু বাংলাদেশের কোন বাহিনীকে বিলুপ্ত করার পরামর্শ তারা দিতে পারে না। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পিলখানা হত্যাকান্ডের মাধ্যমে BDRএর ভাবমুর্তি ক্ষুন্ন করে নতুন নামে এই বাহিনী গঠন করার কাজ চলছে। সম্প্রতি ১০ ট্রাক অস্ত্র মামলায় জাতীয় গোয়েন্দা সংস্থা NCI এর কর্মকর্তারা জড়িত থাকার অভিযোগে NCI এর ইমেজ ক্ষুন্ন করা হচ্ছে।

এখন যদি RAB ও DGFI এর বিরুদ্ধে অভিযোগ এনে এদের ইমেজ নষ্ট করা হয় তাহলে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কর্মকান্ড নিয়ে দেশে বিদেশে বাংলাদেশের ভাবমুর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন হতে পারে। তাই সরকারকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। আর আমরা জনগনেরও দরকার নয় কি এ বিষয়ে সচেতন হওয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।