আমাদের কথা খুঁজে নিন

   

প্রভাকরন নায়ক অথবা ভিলেন?



প্রভাকরন নায়ক অথবা ভিলেন? প্রশ্নটা এখন সকলের। এই প্রশ্নের উত্তÍ পেতে সবার প্রথমে মনটাকে লংকানদের মত করে নিতে হবে। কিংবা আপনি জম্মু-কাশ্মীরের কোন সধারণ মানুয়ষের মত ভাবুন। অথবা ফিরে যান ৭১এ। সকলে স্বাধীনতা চায়।

বাঙালীরা তখন বিদ্রোহী। দেশে চলছে যুদ্ধ। পাকিস্তানি দালালরা তাকে বলছে গৃহ যুদ্ধ( যেমনটি শ্রীলঙকার ক্ষেত্রেও ঘটছে)। গনমাধ্যমের এক কলমে,র খোচায় ইরাকিরা কখনও হয় বিদ্রোহী জঙ্গী আবার কখনও হয় মুক্তিকামী। প্রভাকরনকে ভালো বানাতে বা তার গুর কির্তণ করার জন্য এই পোস্ট নয়।

আনিসুজ্জামান উজ্জলের একটা পোস্টে কিছু গন্ডমূর্খের মত মন্তব্য দেখে আমি এই পোস্ট করতে উদ্বুদ্ধ হলাম।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।