আমাদের কথা খুঁজে নিন

   

পুণঃ পোস্ট - ICE will speak for you when you are not able to.



এই পোস্টটি সামহোয়ার ইন ব্লগে আমার প্রথম পোস্ট ছিলো, কিন্তু দুর্ভাগ্য বশত প্রথম পাতায় আসে নাই। সে কারনে পুণঃ পোস্ট করলাম। আপনি, আমি অথবা আমাদেরি খুব কাছের কেও যে কোনো দুর্ঘটনার শিকার হতে পারি যখন তখন। এ ধরনের বিপদে সাধারনত যারা আমাদের সাহায্য করতে এগিয়ে আসেন তারা হয়ত প্রাথমিক চিকিৎসা দেয়ার ব্যাবসস্থা করেন, হাসপাতালে ভর্তি করে দেন, প্রয়জনে সাধ্যমত ঔষুধ কিনে দেন। কিন্তু তারপরেও যদি কাছের কাওকে তখন খবর দেয়া যায় তবে তা আক্রান্ত ব্যাক্তি ও তার পরিবার সবার জন্যই কতখানি মঙ্গল জনক হয় তা ভুক্তভগী মাত্রই জানেন।

বর্তমানে বাংলাদেশে আমরা অনেকেই মোবাইল ফোন ব্যবহার করি। আমাদের ফোনে বহু প্রয়জনীয় নম্বর সেভ করা থাকে। তাই বিপদের সময় যারা সাহায্যের জন্য এগিয়ে আসেন তারা সচেতন হলে আমাদের কন্ট্যাক্ট লিষ্ট থেকে নম্বর বের করে আমাদের পরিবার বা বন্ধু-বান্ধব কে খবর দিতে পারেন। তবে এক্ষেত্রে যেটা মুল সমস্যা তা হল, এই এতগুল নম্বর থেকে কোনটা আমাদের পরিবার বা বন্ধু-বান্ধবের নম্বর তা আমরা ছাড়া আর কেও বলতে পারবে না, পারার কথাও নয়। তাই ব্যাপারটাকে আর একটু সহজ করতে আমরা যেটা করতে পারি তা হল, আমাদের মোবাইলের কন্ট্যাক্ট লিষ্ট এ এক বা একাধিক ব্যক্তির নম্বর একটি বিশেষ পদ্ধতিতে সেভ করে রাখতে পারি।

যা হবে সার্বজনীন। যেমন ধরুন আপনি আপনার মোবাইল ফোনে আপনার পরিবারের কোনো সদস্য বা কোনো বন্ধুর নম্বর ICE নামে সেভ করলেন। আপনি যদি একাধিক নম্বর ICE হিসেবে সেভ করতে চান তবে ICE1, ICE2 এবং ICE3 এভাবে আপনি তা করতে পারেন। এখানে In Case of Emergency কে সংখেপে ICE বলা হচ্ছে। আপনার কন্ট্যাক্ট লিষ্ট এ ICE নাম দেখলেই যে কেও বুঝতে পারবে যে, এই নম্বরে যোগাযোগ করলেই আপনার পরিবার বা বন্ধু-বান্ধব কে আপনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানো যাবে।

এই পদ্ধতি টি অত্যন্ত যুক্তি সঙ্গত কারনেই 'ICE' (In Case of Emergency) Campaign নামেই আজ পরিচিত এবং খুব দ্রুত বিশ্ব ব্যাপি জ়নপ্রিওতাও পাচ্ছে। ব্রিটিশ প্যারামেডিক বব ব্রচিই সর্বপ্রথম ২০০০ সালের দিকে ব্যাপারটি উপলব্ধি করেন এবং তিনিই প্রথম ২০০৫ সালের দিকে এ পদ্ধতি ব্যাবহারে মানুষ কে উদবুদ্ধ ও সচেতন করতে এই ক্যাম্পেইনটি শুরু করেন। এই প্রোগ্রামটি ইউরোপ ও অষ্ট্রেলিয়া তে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে আমেরিকাতেও মানুষের মাঝে এ বিষয়ে সচেতনতা তৈরী হচ্ছে। পদ্ধতি টি খুব সহজ এবং কাজের।

কিন্তু এর প্রকৃত ব্যবহার তখনই সম্ভব যখন পদ্ধতিটি সাধারন মানুষের জানা থাকবে। আর তাই সবার আগে প্রয়জন দ্রুত এ বিষয়ে সবাইকে উদবুদ্ধ করা, সচেতন করা। আমরা সবাই মিলে যদি আমাদের কাছের জনদেরকে সচেতন করে তুলতে শুরু করি তবে অদুর ভবিষ্যতে পদ্ধতিটিকে পরিচিত করে তোলা সম্ভব, যা আমাদের নিজেদেরি কাজে লাগতে পারে যখন তখন। এ পদ্ধতি জানা থাকলে দুর্ঘটনা কবলিত যে কারো সাহায্য করার সময় আমরা তার পরিবারকেও সহজেই খবর দিতে পারব, তার মোবাইল থেকে ICE নামে সংরক্ষিত নম্বর এ ফোন করে। তা ছাড়া আক্রান্ত ব্যাক্তির সম্পর্কে প্রয়জনীয় মেডিকেল তথ্য দ্রুত জানতেও এ পদ্ধতি খুব কার্যকর ভুমিকা রাখবে বলেই আমার বিশ্বাস।

তাই আসুন আমরা প্রত্তেকেই নিজের মোবাইল ফোনে আজই একটি ICE নম্বর সেভ করি, পরিবারের অন্য সদস্যদের, বন্ধু-বান্ধব এমনকি পরিচিত সবাইকেও করতে বলি। আমরা সবাই নিজের মত করেই এ বাপারে জন সচেতনতা তৈরীর চেষ্টা করলে অল্প কিছুদিনের মদ্ধেই ব্যাপারটি অনেকেই জানতে পারবে এবং ব্যাবহার করবে। ICE will speak for you when you are not able to.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.