Let the wind blow out the candles
ভার্সিটিতে ভর্তি হবার পর ফেইসবুকের সাথে পরিচয় হলো। আমার মত অনেকেই ঐ সময়টায় নতুন ফেইসবুক বা ইন্টারনেট ব্যবহারকারী, তাই ফেইসবুকের প্রতি বারাবারি মুগ্ধতায় পরিচিত বন্ধুবান্ধবদের দিনরাত ঐখানে পড়া থাকতে দেখে হঠাৎ মনে হলো, ফেইসবুক ব্যবহার করে পাসওয়ার্ড চুরি করার আইডিয়া
নতুন ফেইসবুকের প্রেমে পড়া'রাই কেবল জানেন এর প্রেমের আকর্ষণ কতটুকু! (পরথম আলু এর প্রজন্ম ডঠ খম এর প্রতিবেদক মনে হয় এরকমই এক প্রেমিক পুরুষ, ফেইসবুক নিয়ে আস্ত প্রতিবেদন বের করে ফেলেছেন এর গুণকীর্তন করে ) হঠাৎ একদিন দেখলাম এক বন্ধুর পাসওয়ার্ড চুরি গেছে। চুরি করা পাসওয়ার্ড দিয়ে ঐ ফ্রেন্ডের একাউন্টে ঢুকে হ্যাকার সাহেব তখন অন্যদের সাথে মহানন্দে চ্যাট করছে! কিভাবে পাসওয়ার্ড চুরি হচ্ছে একের পর এক, এটাই তখন সবার মনে প্রশ্ন। যখন একদিন এই হ্যাকার বন্ধুর হ্যাক করা একাউন্ট দিয়ে চ্যাট শুরু করল আমার সাথেই, তখন বুঝতে পারলাম সে সবচেয়ে সোজা সিস্টেম ধরেই সবাইকে বোকা বানাচ্ছে। ফিশিং, মানে ফেইসবুকের মত ফেইক সাইট খুলে লগিনের নাম করে পাসওয়ার্ড চুরি আরকি।
প্রথমে অবশ্য যেটা মাথায় এসেছিল সেটা হলো, কীবোর্ডের কি ক্যাচ করে কেউ পাসওয়ার্ড চুরি করছে। এইরকম টুলসের তো আর অভাব নেই। পাসওয়ার্ড চুরির আরো সহজ করে দেয় একই পাসওয়ার্ড একাধিক একাউন্টে ব্যবহার করা। - Click This Link কিন্তু ভিন্ন ভিন্ন একাউন্টে ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড মনে রাখা কতটা কষ্টকর সেটা তো আর বলে দেবার অপেক্ষা রাখে না। তাই আমার দরকার ছিল পাসওয়ার্ড মনে রাখার জন্য কোন একটা এপ্লিকেশন।
কিন্তু ফিশিং এর এই যুগে বিশ্বাস করব কাকে? তাই কয়েক বন্ধু মিলে ভিজুয়াল বেসিকে নিজেরাই একটা প্রোগ্রাম লিখেছিলাম পাসওয়ার্ড মনে রাখার
সে অনেকদিন আগের কাহিনি, ভার্সিটির প্রথম বর্ষের কথা। আজ একটা পোস্ট দেখে মনে হল এপ্লিকেশনটি সবার সাথে শেয়ার করি
প্ল্যাটফর্ম: উইন্ডোজে চলে, লিনাক্সের জন্য নয়
ফিচার: এটি মাল্টি-ইউজার সাপোর্ট করে।
ব্যবহার: যে সাইটের জন্য পাসওয়ার্ড মনে রাখতে চান, সেটির লগিন- ইউজারনেইম আর পাসওয়ার্ড আপনাকে প্রথমবার এই এপ্লিকেশনটিতে দিতে হবে। পরবর্তিবার যখন আপনি ঐ সাইটটিতে লগিন করতে যাবেন, আমাদের এপ্লিকেশনে শুধু লগিন এর ইউজারনেম লিখে ইউজারনেইমটা-ই কপি করবেন। এরপর ঐ সাইটের পাসওয়ার্ড ফিল্ডে যেয়ে পেস্ট করলে পাসওয়ার্ড অটো-পেস্ট হয়ে যাবে
বিস্তারিত ব্যবহারবিধির জন্য ম্যানুয়াল দ্রষ্টব্য।
এনক্রিপশন: পাসওয়ার্ড সংরক্ষণের জন্য আমরা নিজেদের এনক্রিপশন ব্যবহার করেছি।
আরো তথ্য , হেল্প আর ডাউনলোডের জন্য অফিশিয়াল লিংকে যেতে পারেন।
--------------------------------------------------------
কপিরাইট: সংরক্ষিত। ওপেন সোর্স নয় তবে ফ্রি-ওয়ার। বিনামূল্যে ব্যবহার আর বিতরণ করা যাবে।
লক্ষ্য করুন: এই পোস্ট বিজ্ঞাপনমূলক কোন কারণে নয়। কারো ইচ্ছে হলে ব্যবহার করবেন, নাহলে খুশিমনে ইগনোর করুন। কোন প্রশ্ন থাকলে মন্তব্যে কাম্য......
অফিশিয়াল লিংক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।