আমাদের কথা খুঁজে নিন

   

নিরানব্বুই থেকে দু'হাজার: শিরনামহীন খসড়া থেকে.....



১ অপলা নাকি অপর্নাদের দুর্গা নাকের নিচে মিঠে মিঠে ঘাম হিংসুটে রুমাল শুষে নেয়, উর্বরা ঘামের কারসাজি, ঘাসফুলের বিবর্তন নাকফুলে মার্বেল হারানো বালকেরা মন খারাপের মাঠে চষে বেড়ায় একটা দুটো নাকফুল...... (শেষ হয়ে ওঠেনি...) ২ সিঁড়ি ঘরে পায়ে পায়ে নেমে গেছে সন্তর্পনে নোনা চুমুর সাথে বিরহী চড়ুইকাল। ৩ আমাদের শহরে ব্যর্থ দেবদূতেরা বিষন্নতার স্বেতপত্র নিয়ে ঘুরে বেড়ায় পাড়ায় পাড়ায় আর শোকের কালো পতাকা ইস্কুল-কলেজ-অফিস-মুদিদোকান মহল্লার ক্লাব ঘরের মাথায় বাদুড়ের মতো ঝুলে থাকে। দেয়ালে দেয়ালে কান্নার ব্রাশ চালায়, ওদের ধ্বসে পড়া ডানার মৃত সব পালক নিরানন্দের চিঠি হয়ে উড়ে যায় আমাদের ঠিকানায়.... (শেষ হয়ে ওঠেনি...) ১৯৯৯-২০০০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।